অশোকের ইস্তফা চেয়ে সরব তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অশোক গঙ্গোপাধ্যায়ের ইস্তফা নিয়ে লোকসভায় সরব হল তৃণমূল। আজ লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিষয়টি তোলেন। তাঁর পাশাপাশিই অশোকবাবুর ইস্তফা দাবি করেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজও।
এক মহিলা ইন্টার্নের সঙ্গে অবাঞ্ছিত ব্যবহার করার অভিযোগে অশোকবাবুর অপসারণ দাবি করে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে দু’বার চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কাল রাষ্ট্রপতির সঙ্গে মমতার বৈঠকেও অশোকবাবুর বিষয়টি ওঠে। একই সঙ্গে চলতি অধিবেশনে প্রতি দিনই বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভায় সরব হওয়ার পরিকল্পনা করেছে দল।
|
কোর্টের নির্দেশে স্কুলে চাকরি পাচ্ছেন ৭৭ জন |
অবিলম্বে আবেদনকারী ৭৭ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে চাকরির জন্য তাঁদের নাম সুপারিশ করতে হবে বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে শুক্রবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিজিৎ সরকার-সহ ওই প্রার্থীরা টেট, বিষয়-ভিত্তিক পরীক্ষা ও সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েও কাউন্সেলিংয়ে ডাক পাননি। তাঁরা হাইকোর্টে মামলা করেন। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, তালিকায় ওই ৭৭ জনের চেয়ে নীচে থাকা প্রার্থীরা কাউন্সেলিংয়ে ডাক পেলেও ওঁদের ডাকা হয়নি। বিচারপতি অশোক দাস অধিকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনটি শক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ওই প্রার্থীদের যে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, এটা দুর্ভাগ্যের। দ্রুত তাঁদের কাউন্সেলিংয়ে ডেকে চাকরির সুপারিশ করতে হবে। এসএসসি-র আইনজীবী তপন রক্ষিত জানান, কোর্টের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে।
|
এ বার বিজয় দিবসের অনুষ্ঠানে হাজির হচ্ছেন ২৯ জন মুক্তিযোদ্ধা। ফৌজের ইস্টার্ন কম্যান্ডের মেজর জেনারেল বিপিন রাওয়াত শুক্রবার ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক বৈঠকে জানান, সোমবারের ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ছ’জন সেনা অফিসারও থাকবেন। সেনা সূত্রের খবর, বাংলাদেশের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে এই প্রথম মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। রাওয়াত বলেন, “কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সামরিক বাহিনী বড় হাতিয়ার।” ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাক সেনা। ওই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয়।
|
টেট বাতিলের দাবিতে বিক্ষোভ |
প্রাথমিক শিক্ষক বাছাইয়ের জন্য নেওয়া ‘টেট’ বাতিল করে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করার দাবিতে শুক্রবার বিধাননগরে প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে দিনভর অবস্থান-বিক্ষোভ করেন ডিএলএড-এর ছাত্রছাত্রীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদে স্মারকলিপি দেওয়ার পরে করুণাময়ী মোড় অবরোধ করেন তাঁরা। পুলিশ তাঁদের গ্রেফতার করে রাতে ছেড়ে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, টেট-এর ফল নিয়ে ভুল তথ্য দিচ্ছে রাজ্য সরকার। পর্ষদ-সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, “প্রশিক্ষিতদের জন্য পরীক্ষায়
২০ নম্বর রাখা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
|
পুণ্যার্থীদের জন্য এ বার সাগরমেলা, হাওড়া স্টেশন ও বাবুঘাটে মেডিক্যাল টিম রাখছে রাজ্য সরকার। কোনও তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়লে ওই টিমই চিকিৎসার ব্যবস্থা করবে। তীর্থযাত্রী এবং সাগরে সরকারি কর্মীদের জন্য মাথাপিছু পাঁচ লক্ষ টাকার বিমার ব্যবস্থা থাকছে। তিন দিনের মেলায় পুণ্যার্থীদের বিমা করতে বিপর্যয় মোকাবিলা দফতর ৩৪ লক্ষ টাকার প্রিমিয়াম দিচ্ছে বলে শুক্রবার নবান্নে জানান দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান।
|
রাজ্যে চারটি নতুন থানা তৈরি হচ্ছে বলে শুক্রবার স্বরাষ্ট্র দফতর সূত্রে জানানো হয়েছে। মালদহের রতুয়া ভেঙে পুকুরিয়া, বর্ধমানের পূর্বস্থলী ভেঙে নাদনঘাট, পুরুলিয়ার কাশীপুর এবং বলরামপুর থেকে কিছু করে অংশ নিয়ে আদ্রা, বীরভূমের নানুর ভেঙে কীর্ণাহার থানা গড়া হবে। মংপংকে দার্জিলিং মহকুমা থেকে সরিয়ে কালিম্পং মহকুমার অন্তর্গত করা হচ্ছে বলেও ওই দফতরের তরফে জানানো হয়। |