শপথ অনুষ্ঠানে অধীরের প্রশংসা, বিতর্কে পুরপ্রধান
পুর-সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর প্রশংসা করে বিতর্ক ডেকে আনলেন বহরমপুর পুরসভার পুরপ্রধান নীলরতন আঢ্য। তিনি একা নন, শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানে একই ভাবে দলীয় নেতার উচ্চকণ্ঠে প্রশংসা করে অস্বস্তি বাড়ান দলের সদ্য নির্বাচিত অন্য এক কাউন্সিলর সুব্রত মৈত্র।
ওই দু’জন অধীরের নাম করায় প্রতিবাদে মঞ্চ ছেড়ে চলে যান শাসক দলের দুই কাউন্সিলর, অসীম নন্দী এবং কানাই রায়। পরে অবশ্য মহকুমাশাসকের অনুরোধে তাঁরা মঞ্চে ফিরে আসেন।
বহরমপুর পুরসভার ২৮ জন কাউন্সিলের মধ্যে ২৬ জনই কংগ্রেসের। এ দিন ওই অনুষ্ঠানের জন্য পুরসভার পক্ষ তেকে এলাহি আয়োজন করা হয়েছিল।
মহকুমাশাসককে হুমকি। —নিজস্ব চিত্র।
বিশাল প্রাঙ্গণ জুড়ে বাঁধা হয়েছিল ম্যারাপ। সেখানেই একে একে এসে সদ্য নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। সেখানেই ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মৈত্রের নাম ঘোষণার পরেই মঞ্চে উঠে সুব্রত বলেন, “আমি নির্বাচিত হতে পারার জন্য যাঁর অবদান সব থেকে বেশি, সেই অধীররঞ্জন চৌধুরিকে আমার প্রণাম।” প্রায় সঙ্গে সঙ্গে নিজেদের আসন থেকে উঠে গিয়ে মহকুমাশাসকের কাছে প্রতিবাদ জানান তৃণমূলের দুই কাউন্সিলর। তাঁদের বলতে শোনা যায়, “এটা কি হচ্ছে!’’ প্রতিবাদ জানিয়ে তাঁরা নেমে যান মঞ্চ থেকে। মহকুমাশাসক অনুরোধ করায় পরে অবশ্য তাঁরা ফিরে আসেন। পরে অবশ্য ওই কাউন্সিলর বলেন, “আইন সম্পর্কে অবহিত না থাকার জন্য এমন বলে ফেলেছি। আমার জানা উচিত ছিল শপথ বাক্য পাঠ করার সময় অন্য কারও নাম করার রীতি নেই।”
শপথ বাক্য পাঠ পর্ব শেষে হলে পুরপ্রধান নির্বাচনের জন্য কাউন্সিলররা পুরভবনের মিটিং হল-এ চলে যান। কাউন্সিলর জয়ন্ত প্রামাণিকের সভপতিত্বে এ দিনের সাধারণসভা হয়। সেই সভায় নীলরতনবাবুকে ফের পুরপ্রধান নির্বাচিত করে কংগ্রেস। তৃণমূলের দুই কাউন্সিলর সভায় হাজির থাকলেও পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়ায় তাঁরা নিষ্ক্রিয় থাকেন। এ বার ধন্যবাদ জ্ঞাপন ভাষণে পুরপ্রধান বলেন, “রেল প্রতিমন্ত্রী ও জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শিক্ষা দিয়েছেন, সরকারি চেয়ারে বসে রাজনৈতিক রঙ ও দল না দেখে কাজ করতে।” বাক্যটি শেষ হওয়ার আগেই ফের প্রতিবাদে করেন শাসক দলের ওই দুই নির্বাচিত কাউন্সিলর। বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত কাউন্সিলর অসীম নন্দী বলেন, “সরকারি অনুষ্ঠান দলীয় অনুষ্ঠানে পরিণত করায় আমরা তার প্রতিবাদ করেছি।” তিনি অবশ্য পরে জানান, পুরসভার গঠনমূলক কাজে সহযোগিতা করবেন তাঁরহা। তবে জনস্বার্থ বিরোধী কোনও পদক্ষেপ করলে তার বিরোধিতা করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.