বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কৃষ্ণনগর পুরসভার।
দলবদলের পরে শাসকদলের টিকিটে জয়ী হয়ে ফের পুরপ্রধান নির্বাচিত হলেও এ দিন অসীম সাহারা যে মঞ্চে শপথ নিলেন সেখানে তৃণমূলের দলীয় পতাকা, প্রতীক ও নেতাদের ছবি থাকায় বিরোধীরা তা নিয়ে প্রশ্ন তোলেন।
যে মঞ্চে এ দিন মহকুমা শাসক ২৪ জন কাউন্সিলর ও পুর প্রধানকে শপথ বাক্য পাঠ করালেন সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের ছবির পাশাপাশি তৃণমূলের প্রতীকও ছিল। তা নিয়ে প্রশ্ন তোলে সিপিএম। দলের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “শপথ অনুষ্ঠান নিতান্তই সরকারি অনুষ্ঠান। সেই মঞ্চ যে ভাবে একেবারে দলীয় মঞ্চে পরিণত হবে কে তা জানত! প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা এই সমস্ত অনুষ্ঠান মঞ্চে থাকছেন তাদেরই কাছে আমাদের আবেদন সরকারি নিয়মের পাশাপাশি নিজেদের পদের মর্জাদা বজায় রাখুন।” |
এ দিন প্রকাশ্য জনসমাবেশে কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধান হিসাবে ফের শপথ নিলেন অসীম সাহা। শুক্রবার শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে তাঁকে শপথ বাক্য পাঠ করান কৃষ্ণনগর (সদর) মহকুমাশাসক মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায়। এ দিন এই শপথ মঞ্চে উপস্থিত ছিলেন উদ্যানপালন দফতরের মন্ত্রী সুবত সাহা, কারীগরি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রতি মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। গতবার পুরপ্রধান নির্বাচিত হওয়ার পর বিরোধী দল নেতা গৌরীশঙ্কর দত্তকে জড়িয়ে ধরেছিলেন অসীমবাবু। এ বার সেই অসীমবাবুর হাতে মাইক্রোফোন তুলে দিলেন গৌরীশঙ্করবাবু। পার্থক্য শুধু একটাই, এ বার তাঁরা একই দলের সদস্য। অসীমবাবু বলেন, “এ বার আমরা আমাদের শহরকে আরও আধুনিক ভাবে গড়ে তুলব।”
খোলা মঞ্চের পাশেই একটি ঘেরা জায়গায় অসীমবাবুকে পুরপ্রধান হিসাবে নির্বাচিত করেন বাকি ২৩ জন তৃণমূল কাউন্সিলর। এই নির্বাচন প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন অসিত সাহা। পুরপ্রধান হিসাবে অসীমবাবুর নাম প্রস্তাব করেন কাউন্সিলর অয়ন দত্ত। ওই প্রস্তাব সমর্থন করেন বর্ষীয়ান কাউন্সিলর বিনয় হালদার। এর আগেই মহকুমশাসক পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। এ দিন অবশ্য উপ-পুরপ্রধান নির্বাচন হয় নি। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এটাই আমাদের দলের প্রথা। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আমরা উপ পুর-প্রধান ও চেয়ারম্যান ইন কাউন্সিল নির্বাচন করে শপথ বাক্য পাঠ করিয়ে নেব।” যদিও দলেরই এক অংশের দাবি ওই পদে একাধিক নাম উঠে আসায় শেষ পর্যন্ত বিতর্ক এড়াতেই এ দিন উপ পুর প্রধান পদে কাউকেই নির্বাচিত করা হয় নি। |