টুকরো খবর |
পড়শির ছেলে খুন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পড়শির শিশুপুত্রকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের চুবকা অঞ্চলের আমদই গ্রাম থেকে উত্তম গিরি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার উত্তমকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে ৮ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। গ্রামবাসীর অনুমান, পুরনো পারিবারিক শত্রুতার জেরেই তাপসকে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ ডিসেম্বর আমদই গ্রামের বাসিন্দা বাবলু সরেনের চার বছরের ছেলে তাপস সরেন নিখোঁজ হয়ে যায়। ওই দিন বিকেলে শেষ বার শিশুটিকে উত্তমের পাঁচ বছরের ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছিল। তারপর থেকে উত্তমের আচার-আচরণ অস্বাভাবিকও ঠেকছিল। চার দিন পরে গত ৯ ডিসেম্বর কংসাবতীর চর লাগোয়া চাষ জমি থেকে তাপসের মৃতদেহ উদ্ধার হয়। তার বাবা বাবলু সরেনের অভিযোগের ভিত্তিতে উত্তমকে ধরে পুলিশ। |
আগাম জামিন
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সরবেড়িয়ায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ৩৮ জন আগাম জামিন নিল তমলুক জেলা আদালতে। গত ৬ নভেম্বর ননীগোপাল বেরা নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ হয় ভগবানপুরের সরবেড়িয়ায়। পুলিশ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছিল। গ্রেফতার করেছিল ১৮ জনকে। সিপিএম প্রভাবিত এলাকায় পুলিশ মিথ্যা মামলা করছে বলে অভিযোগও উঠে সেই সময়। |
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
লরির ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালক ও আরোহীর। মৃত তুষার দাস (১২) এবং তাপস দাসের (২৮) বাড়ি চন্দ্রকোনার বাঁকা গ্রামে। বৃহস্পতিবার কালিকাপুরে দুর্ঘটনার পর ঘণ্টাখানেক ঘাটাল-চন্দ্রকোনা সড়ক অবরোধ করেন এলাকার মানুষ। |
বিজেপির বিক্ষোভ |
সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। ঝাড়গ্রামেও মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। |
|