|
|
|
|
পুরবোর্ড গঠন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সোমবার পুরপ্রধান-নির্বাচন। তার আগে শুক্রবারই প্রথম দলের নবনির্বাচিত পুর-সদস্যের নিয়ে মেদিনীপুরে বৈঠক করল তৃণমূল। কিছুটা গোপনে।
এ দিন সকালে শহরের ফেডারেশন হলে রুদ্ধদ্বার বৈঠকে ১৩ জন পুর-সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতি, জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ। পুরপ্রধান নির্বাচনে দলের রণকৌশল কী হবে, কে-কার নাম প্রস্তাব করবেনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। তবে, বৈঠকের বিষয় নিয়ে কিছু জানাতে চাননি তৃণমূল নেতৃত্ব। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের সংক্ষিপ্ত বক্তব্য, “পুরপ্রধান নির্বাচন নিয়ে কিছু আলোচনা হয়েছে।”
১৬ ডিসেম্বর, অর্থাৎ আগামী সোমবার মেদিনীপুর পুরসভার পুরপ্রধান নির্বাচন। ওই দিন সদ্য নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ হবে। তারপরই পুরপ্রধান নির্বাচন। উপস্থিত থাকবেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। এ দিকে, তৃণমূল শিবির থেকে ইতিমধ্যে পরবর্তী পুরপ্রধান হিসেবে প্রণব বসুর নাম ঘোষণা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবারের সভার সভাপতি হবেন শ্যামল ভকত। শ্যামলবাবুর নাম প্রস্তাব করবেন অনিলচন্দ্র দলবেরা। সমর্থন করবেন মৌ রায়। অন্য দিকে, পুরপ্রধান হিসেবে প্রণব বসুর নাম প্রস্তাব করবেন জিতেন্দ্রনাথ দাস। সমর্থন করবেন শিপ্রা মণ্ডল। পুরসভায় তৃণমূলের দলনেতা হিসেবে এ দিন অনিলচন্দ্র দলবেরার নাম মনোনীত হয়েছে। তবে, উপপুরপ্রধান এবং পুরপ্রধান পারিষদ (সিআইসি) কারা হবেন, তা নিয়ে শুক্রবারও কোনও সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্রে খবর, এ নিয়ে আলোচনা চলছে।
পুরভোটে মেদিনীপুর পুরসভায় কেন প্রত্যাশিত ফল হল না, তা নিয়ে দলের অন্দরে পর্যালোচনা শুরু হয়েছে। অন্দরের খবর, এই পরিস্থিতির জেরে পদ খোয়াতে চলেছেন তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি সুকুমার পড়্যা। দলের এক সূত্রের দাবি, শহর সভাপতি জিপি পদে থাকায় সে ভাবে দলে সময় দিতে পারছেন না। ফলে, সংগঠনে ফাঁক থেকে যাচ্ছে। দলের অন্য এক সূত্র জানিয়েছে, সুকুমারবাবু নিজেই শহর সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন। অপসারণ না অব্যাহতিএই বিতর্কের মধ্যে এ দিনের বৈঠকে সুকুমারবাবুর অনুপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে।
সোমবারের সভায় বিরোধী-শিবির থেকে কারও নাম পুরপ্রধান হিসেবে প্রস্তাব করার সম্ভাবনা কম। যদিও এ বার মেদিনীপুরে বিরোধীপক্ষ বেশ শক্তিশালী। ২৫টি আসনের মধ্যে বিরোধীরা ১২টি আসনে জিতেছে। মেদিনীপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বামজোটের নির্বাচিত পুর-সদস্য নাজিম আহমেদ শুক্রবার বলেন, “মানুষ তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। আমরা মানুষের রায়কে সম্মান জানাই। তাই পুরবোর্ড তৃণমূলই গড়বে।” |
|
|
|
|
|