ফেডারেশন কাপে দুই ভিন্ন গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল। শুক্রবার ফেডারেশন যে সূচি প্রকাশ করেছে তা থেকে পরিষ্কার ফাইনালের আগে ডার্বি হচ্ছে না ফেড কাপে।
ড্রয়ের পর শক্ত গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধানই। ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে আই লিগের শীর্ষে থাকা সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার মতো শক্ত প্রতিপক্ষ। মোহনবাগানের গ্রুপেও রয়েছে ইয়াকুবুর মুম্বই এফসি, সালগাওকরের মতো ওজনদার দল। সুতরাং দু’দলকেই গ্রুপের বাধা টপকে সেমিফাইনালে যেতে হলে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে।
গ্রুপ ‘এ’ এবং ‘সি’-এর সব খেলা হবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কলকাতার মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস রয়েছে এই দুই গ্রুপে। গ্রুপ ‘বি’ এবং ‘ডি’-এর ম্যাচের জন্য বাছা হয়েছে মঞ্জেরির এমডিএস কমপ্লেক্সের মাঠ। এখানে খেলবে ইস্টবেঙ্গল এবং মহমেডান।
ষোলো দলের এই নকআউট টুর্নামেন্ট শুরু ১৪ জানুয়ারি। খেলা হবে কেরলের দুই শহর কোচি এবং মঞ্জেরিতে। কোচিতে ফাইনাল ২৫ জানুয়ারি। তাঁর দু’দিন আগে ফেড কাপের দুটি সেমিফাইনাল ম্যাচও হবে এই শহরে।
গ্রুপ ‘এ’ তে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে রয়েছে ঈগলস এফসি, চার্চিল ব্রাদার্স এবং পুণে এফসি। গ্রুপ ‘বি’ তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, বেঙ্গালুরু এফসি এবং মেঘালয়ের রাংদাজিদ ইউনাইটেড।
করিম বেঞ্চারিফার মোহনবাগান গ্রুপ ‘সি’ তে রয়েছে সালগাওকর, মুম্বই এফসি এবং শিলং লাজং-এর সঙ্গে। গ্রুপ ‘ডি’ তে রয়েছে কলকাতার দুই দল ভবানীপুর, এবং মহমেডান। এই গ্রুপের অন্য দুই দল হল ডেম্পো এবং ইউনাইটেড সিকিম এফসি।
এ দিন এক বিবৃতিতে ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ল্যানসিং এফসি প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় কেরলের দল ঈগলস এফসি-কে অন্তর্ভুক্ত করা হয়েছে এ বারের টুর্নামেন্টে। এক্ষেত্রে স্থানীয় সমর্থন এবং ক্লাব লাইসেন্সিং-এর ক্ষেত্রে কেরলের দলটির যোগ্যতামান পার করার ব্যাপারটি অগ্রাধিকার পেয়েছে বলে খবর। |
গ্রুপ লিগে |
ইস্টবেঙ্গলের ম্যাচ:
• ১৫ জানুয়ারি রাংদাজিদ
• ১৮ জানুয়ারি স্পোর্টিং ক্লুব দ্য গোয়া
• ২১ জানুয়ারি বেঙ্গালুরু এফসি |
মোহনবাগানের ম্যাচ:
• ১৫ জানুয়ারি মুম্বই এফসি
• ১৮ জানুয়ারি লাজং এফসি
• ২১ জানুয়ারি সালগাওকর |
মহমেডানের ম্যাচ:
• ১৪ জানুয়ারি ইউনাইটেড সিকিম
• ১৭ জানুয়ারি ভবানীপুর
• ২০ জানুয়ারি ডেম্পো |
ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ:
• ১৪ জানুয়ারি চার্চিল ব্রাদার্স
• ১৭ জানুয়ারি পুণে এফসি
• ২০ জানুয়ারি ঈগলস এফসি |
প্রথম সেমিফাইনাল: ২৩ জানুয়ারি
• গ্রুপ ‘এ’ বিজয়ী-গ্রুপ ‘সি’ বিজয়ী |
দ্বিতীয় সেমিফাইনাল: ২৩ জানুয়ারি
• গ্রুপ ‘বি’ বিজয়ী-গ্রুপ ‘ডি’ বিজয়ী |
ফাইনাল: ২৫ জানুয়ারি |
|