টুকরো খবর |
হাতুড়ির আঘাতে খুন, গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
হাতুড়ির আঘাতে এক ব্যাক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন দু’জন। মৃতের নাম রামপদ সিংহ (৪৫)। বৃহস্পতিবার রাতে খড়্গপুর গ্রামীণ থানার লছমাপুরের গোয়ালারা গ্রামের ঘটনা। এ দিন দুপুরে মৃতের স্ত্রী ষষ্ঠী সিংহ খড়্গপুর লোকাল থানায় অভিযোগ করেন যে, রামপদবাবুর পিসি পারুল সিংহের মদতে তাঁর ছেলে তপন সিংহই তাঁর স্বামীকে খুন করেছে। ওই অভিযোগের ভিত্তিতে এ দিন রাতে পুলিশ তাঁদের দু’জনকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরেই রামপদবাবু ও তাঁর পিসির পরিবারের মধ্যে অশান্তি চলছিল। এ দিন পিসতুতো ভাই তপন সিংহের সঙ্গে রামপদবাবুর বচসা বাধে। এরপর বাড়ি ফেরার পথে পিছন থেকে কেউ রামপদবাবুর মাথায় হাতুড়ির আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়। |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাড়ির কুয়ো থেকে উদ্ধার হল এক ব্যাক্তির দেহ। বৃহস্পতিবার রাতে খড়্গপুর শহরের ইন্দার কমলাকেবিন এলাকার ঘটনা। মৃতের নাম রাজকুমার শর্মা (৪৩)। এ দিন কুয়োয় পড়ে তিনি ছটফট করছিলেন। পুলিশ ও দমকলের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি ততক্ষণে মারা গিয়েছেন। |
গ্রেফতার আরও ১
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ডেবরার সিপিএম-তৃণমূল সংঘর্ষ কাণ্ডে বৃহস্পতিবার রাতে এলাকার চকবাজিত গ্রাম থেকে অজিত সিংহ নামে আরও এক সিপিএম কর্মীকে গ্রেফতার করা হল। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজত হয়। এই নিয়ে সিপিএমের ৪৫ জনকে গ্রেফতার করা হল। |
ডিএসওর দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক্যাম্পাসের মধ্যেই মেদিনীপুর কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে আন্দোলনে নামল ডিএসও। শুক্রবার পাঁচ দফা দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগের কাছে এক স্মারকলিপি জমা দেন তাঁরা। |
|