চিত্র সংবাদ |
|
ধান কেনা শুরু: ধান কেনার প্রস্তুতি নিতে-নিতেই খবর এসেছিল এগরায় অভাবী বিক্রি শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার
তাই তড়িঘড়ি করে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হল এগরা থানা কো-অপারেটিভ এগ্রিকালচারাল
মার্কেটিং
সোসাইটিতে।
রবিবার খালিনা বাজারে ও তারপর জেড়থান, কসবা এগরা-সহ বিভিন্ন এলাকায়
ধাপে-ধাপে
ধান
কেনা হবে বলে জানিয়েছেন এগরা ১-এর বিডিও গৌতম সান্যাল। ছবি: কৌশিক মিশ্র।
|
|
জেলাশাসকের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ।
|
|
বইমেলা। কাঁথি রাও রিক্রিয়েশন মাঠে শুরু হল প্রথম কাঁথি মহকুমা বইমেলা,
২০১৩।
শুক্রবার এর উদ্বোধন করেন কবি জয় গোস্বামী। প্রথম দিনেই
মেলার মাঠে উপচে পড়ল ভিড়। ছবি: সুব্রত গুহ।
|
|
পুনর্নির্মাণ: সেচের পাশাপাশি পানীয় এবং নিত্য প্রয়োজনীয় জল সরবরাহ ও বন্যা প্রতিরোধের মতো দিকগুলোর
কথা
ভেবেই মোহনপুরের কাছে কংসাবতী নদীর উপর ১৪৩ বছর আগে অ্যানিকেত বাঁধ তৈরি হয়েছিল।
ছ’বছর আগে,
২০০৭ সালের বন্যায় তা ভেঙে যায়। বাঁধটি কয়েকবার সংস্কার হলেও পরবর্তীকালে আবার
ভেঙে যায়। শুক্রবার
আনুষ্ঠানিক
ভাবে অ্যানিকেত পুনরায় নির্মাণের কাজ শুরু হল। উপস্থিত ছিলেন সেচ
দফতরের পরিষদীয়
সচিব
রাধাকান্ত মাইতি,
সেচ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ-সহ সেচ দফতরের
আধিকারিকরা।
অ্যানিকেত
পুনর্নির্মাণে ব্যয় হবে ১০৫ কোটি টাকা।
২০১৫
সালের মধ্যে
কাজ শেষ হওয়ার কথা। ছবি: রামপ্রসাদ সাউ। |
|