|
|
|
|
লোকপাল পেশ হতেই হইচই, মুলতুবি রাজ্যসভা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৩ ডিসেম্বর |
রাজ্যসভায় আজ লোকপাল বিল পেশ হল বটে, তবে আলোচনা এগোল না এক কদমও। সমাজবাদী পার্টি এবং তেলুগু দেশম পার্টির হইচইয়ে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। আর সেই নিয়ে কংগ্রেস-বিজেপি চাপানউতোর মধ্যগগনে।
দিল্লি ভোটে আম আদমি পার্টি (আপ)-এর সাফল্যের পর কেন্দ্রের তরফে জানানো হয়, রাজ্যসভার এই অধিবেশনেই লোকপাল বিল পাশ করানোর চেষ্টা করবে তারা। তার উপর আবার অনশনে বসেছেন অণ্ণা হজারে। কথা মতো এ দিন কর্মিবর্গ প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী রাজ্যসভায় লোকপাল-প্রসঙ্গ তোলেন। সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখানো শুরু করে সপা ও টিডিপি। সপা-র দাবি, আগে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হোক। আর অন্ধ্র ভাগ নিয়ে হট্টগোল শুরু করে দেয় টিডিপি। বেলা আড়াইটে পর্যন্ত সভা মুলতুবি করে দেন চেয়ারম্যান হামিদ আনসারি। সভা ফের শুরু হতেই বিক্ষোভ দেখাতে দেখাতে ওয়েলে নেমে পড়েন সপা নেতারা। এ অবস্থায় সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।
এ দিন সপা প্রধান মুলায়ম সিংহ যাদব জানান, লোকপাল বিল সম্পর্কে আলোচনা শুরু হলেই তাঁরা বিক্ষোভ দেখাবেন। সরকারও যদি সমর্থন করে, তাঁরা অনাস্থা আনবেন। শরিক দলের এই সিদ্ধান্তে বিপাকে কংগ্রেস। যদিও বিজেপি-র দাবি, মুলায়মকে সামনে রেখে গ্যালারি শো করছে কংগ্রেস। কেন্দ্রও চায় না লোকপাল পাশ হোক।
অরুণ জেটলি থেকে বিজেপি-র অনেকেই যোগাযোগ রাখছেন অণ্ণার সঙ্গে। প্রকাশ্যে জানাচ্ছেন, লোকপাল বিল পাশ হোক। কিন্তু জেটলি নিজেই তো বলেছিলেন, “লোকপাল বিলে সংশোধন আনাতে সিলেক্ট কমিটি যে সুপারিশগুলি করেছে, তা মানতে হবে।” বিলটির বর্তমান চেহারা তাঁরা সমর্থন করেন না। সিবিআই প্রধান নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার বিষয়ও মানতে নারাজ তাঁরা। বিজেপি এ-ও বলছে, কংগ্রেস না করলে, তারা ক্ষমতায় এলে লোকপাল পাশ করাবেন। কিন্তু তলে তলে তাঁদের মনেও ভয়। এ ভাবেই যদি বিলটি পাশ হয়ে যায়, অনেক ক্ষমতাই সরকারের হাতছাড়া হয়ে যাবে। আর পরবর্তী সরকার যদি তাদেরই হয়, তা হলে! |
|
|
|
|
|