শিক্ষক নিয়োগে দুর্নীতি, অভিযোগ বিজেপি-র
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতি, সারদা কাণ্ডের সিবিআই তদন্ত, দোষীদের গ্রেফতার-সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি। শুক্রবার কালনা মহকুমাশাসককে এ নিয়ে একটি স্মারকলিপিও দেন তাঁরা। তার আগে দলের তরফে অম্বিকা কালনা স্টেশন থেকে মিছিল করে কালনা শহর পরিক্রমা করা হয়। দলের জেলা সভাপতি রাজীব ভৌমিকের অভিযোগ, “প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অনেক মেধাবী পড়ুয়া পাশ করতে পারেনি। অথচ, তৃণমূলের নেতা কর্মীরা উত্তীর্ণ হয়েছেন।” মিছিলে ছিলেন দলের রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জেলা সম্পাদক সুশান্ত পাণ্ডেস রাজ্য কমিটির সদস্য স্বপন ভট্টাচার্য-সহ অনেকেই।
|
রেষারেষিতেই খুন, দাবি
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
রেষারেষির জেরেই খুন হয়েছেন লোহার কারবারি দিলীপ তিওয়ারি, তদন্তে এমনই তথ্য মিলেছে বলে দাবি করল পুলিশ। ওই ব্যবসায়ীকে খুনের অভিযোগে বরুণ চট্টরাজ নামে এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে কাঁকসা থানার পুলিশ। পুলিশ জানায়, ওই ব্যক্তিও লোহার কারবারি।
গত ২৪ নভেম্বর সকালে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে খাটপুকুর এলাকার একটি পুকুরপাড়ে দিলীপবাবুর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি কাঁকসা থানার ক্যানাল পাড় এলাকায়। দিলীপবাবুর নামে পুলিশের খাতায় একাধিক অভিযোগও ছিল। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কাঁকসা থানার পুলিশ তাঁকে এক বার ধরেছিল। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বল্টু পাশি, গণেশ ধীবর ও কিষাণ রুইদাস নামে তিন জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, বরুণ চট্টরাজ নামে গোপালপুরের আর এক লোহার কারবারি গুলি করে দিলীপবাবুকে। বেআইনি লোহা কারবারের কর্তৃত্ব একার হাতে নেওয়ার জন্যই সে দিন বরুণের সঙ্গে তারা দিলীপবাবুর কাছে গিয়েছিল বলে ধৃতেরা জানায়, দাবি পুলিশের।
|