গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার খাঁটপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ তিওয়ারি (৪৫)। তাঁর বাড়ি কাঁকসা থানার ক্যানেল পাড় এলাকায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলীপ তিওয়ারির নামে পুলিশের খাতায় অনেকগুলি অভিযোগ ছিল। বেশ কিছুদিন আগে অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতারও করে কাঁকসা থানার পুলিশ। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বল্টু পাশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই খুনের ঘটনায় আরও একজন জড়িত আছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তার নাম জানাতে চায়নি। শনিবার সকালে এলাকার বাসিন্দারা এই মৃতদেহটি দেখতে পান। তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দিলীপবাবুকে গুলি করে খুন করা হয়েছে।
|
দাঁড়াল ট্রেন
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বর্ধমান-আসানসোল আপ লোকাল ট্রেন দাঁড় করিয়ে মালগাড়িকে আগে ছেড়ে দেওয়ার অভিযোগে শনিবার রানিগঞ্জের বক্তারনগর রেল কেবিনে ভাঙচুর চালালেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এর জন্য আপ কলকাতা-আহমেদাবাদ এক্সপ্রেস বক্তারনগরে, আপ তুফান এক্তপ্রেস অন্ডালে, আপ জনশতাব্দী এক্সপ্রেস ওয়ারিয়াতে ২.৫৪ মিনিট থেকে প্রায় দু’ঘণ্টা আটকে পড়ে। ৫.০৫ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়। পূর্ব রেলের আসানসোল বিভাগের জনসংযোগ অধিকর্তা বিশ্বনাথ মুর্মু বলেন, “আপ ট্রেনটি স্লো লাইনে আসছিল। একই দিক থেকে কলকাতা-অমৃতসর আপ এক্সপ্রেস ট্রেন প্রায় একই সময় সেখানে আসায় এক্সপ্রেস ট্রেনকে ছেড়ে দেওয়া হয়।”
|
দোকানে লুঠ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
একই রাতে দু’টি গয়নার দোকান ও একটি সমবায় সমিতির অফিসে চুরি হয়ে গেল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালনা ২ নম্বর ব্লকের সেনেরডাঙা এলাকার পাশে কালনা-বৈঁচি রোডে। এলাকার দু’টি গয়নার দোকান এবং কালনা ২ নম্বর ব্লক কো অপারেটিভ এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটির অফিসে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়েছে। মার্কেটিং সোসাইটির অফিসের শাটার ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। বেশ কিছু জিনিসপত্র নিয়ে পালায়। |