সাংস্কৃতিক সংস্থা ‘মৃত্তিকা’র উদ্যোগে সঙ্গীতানুষ্ঠান হল উত্তরপাড়ায়। ১ ডিসেম্বর সন্ধ্যায় প্যারীমোহন কলেজের শতর্বাষিকী হলে গানের আসর বসে। অনুষ্ঠানের নাম ‘গান পড়ে গান গাই’। অনুষ্ঠানের সূচনা করেন সৌরভ চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীত এবং অন্য গান পরিবেশন করেন শুভপ্রসাদ নন্দী মজুমদার। শেষ দু’টি গানে স্ত্রী জয়তীও গলা মেলান। সোমালী পাণ্ডার গানের বিষয় শিরোনাম ছিল ‘রবীন্দ্রসঙ্গীত সঙ্গ অনুষঙ্গ’। |
অন্তিম পর্বে ছিল সত্তর দশকের রাজনৈতিক গানের দল ‘অরণি’র অনুষ্ঠান। প্রায় চার দশক পরে ‘অরণি’র গণসঙ্গীত ফিরিয়ে এনেছিল নিজেদের সেরা সময়ের আবেগ এবং উদ্দীপনা। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক শঙ্খ ঘোষ। তাঁর হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দেন উদ্যোক্তারা। কবিকে শম্ভু মিত্রের লেখা নাটক ‘চাঁদ বণিকের পালা’র মঞ্চ ভাবনার অবয়ব উপহার দেওয়া হয়। অবয়বটি তৈরি করেন তপন দাস। শিল্পীদের হাতে ‘মৃত্তিকা’র স্মারক সম্মান তুলে দেন শঙ্খবাবু।
|
|
নতুন একটি বাংলা সিনেমার জন্য ঝুমুর গান রেকর্ড করলেন রূপম ইসলাম।
বুধবার, শহরের এক স্টুডিওয়। ছবি: সোমঋতা ভট্টাচার্য
|
|
কোচিতে একটি অনুষ্ঠানে ঐশ্বর্যা রাই বচ্চন। বৃহস্পতিবার। ছবি: পিটিআই |
|