স্কুল ফেরত খুদে পড়ুয়াদের গাড়িতে আগুন লেগে জখম হল ৫ শিশু। তাদের মধ্যে ২ জন ছাত্রী ও ৩ জন ছাত্র। তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার দিনহাটার বাত্রিগছ এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, জখমদের নাম রাজু মিঁয়া, ইশমি জাহানুর, মুনমুন খাতুন, লাবলি খাতুন ও নূরজামাল মিঁয়া। তাদের গড় বয়স ৯ বছর। সকলেই তৃতীয় শ্রেণির পড়ুয়া। একটি বেসরকারি নার্সারি স্কুলের স্কুলের অন্তত ১৫ জন পড়ুয়া নিয়ে ছোট গাড়িটি যাতায়াত করত। |
আহত এক পড়ুয়া। —নিজস্ব চিত্র। |
এ দিন ছুটির পর বাড়ি ফেরার পথে ওই গাড়ির ইঞ্জিনে আচমকা আগুন লেগে যায়। দিশেহারা হয়ে পড়েন চালক। পড়ুয়াদের চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দরজা খুলতে না পেরে জানালা ভেঙে সকলকে উদ্ধার করেন। দিনহাটা থেকে দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে হাত, পা ও শরীরের একাংশ পুড়ে যাওয়া জখম ওই পাঁচ খুদে পড়ুয়াকে দিনহাটা হাসপাতালে ভর্তি করানো হয়।
রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গাড়িটি চালানো হচ্ছিল কী না সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। দিনহাটার ভারপ্রাপ্ত মহকুমা শাসক সব্যসাচী রায় বলেন, “বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। খুদেদের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।” কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার দেবর্ষি দত্ত পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। এলাকার বাসিন্দারা জানান, এ দিন বিকেলে বাত্রিগছ বাজার লাগোয়া এলাকায় পড়ুয়া ভর্তি ছোট গাড়িটি পৌঁছতেই বিকট শব্দ হয়। বাচ্চাদের চিৎকার শুরু হয়। এরমধ্যে দেখা যায় ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে। তা সামনের সিটের অংশে ছড়িয়ে পড়ে। চালক ও বাসিন্দাদের উদ্ধার করা হয়। দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রনজিৎ মন্ডল জানান, জখমরা সকলেই বিপদমুক্ত। |