নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) দুর্নীতির মামলার তদন্ত সঠিকভাবেই চলবে বলে জানিয়ে দিলেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার জগমোহন। বুধবার দুপুরে বিমানে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে সোজা কমিশনারেটে এসে তিনি পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বলেন, “এ দিন দায়িত্ব নিলাম। আমরা শিলিগুড়ির বাসিন্দাদের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে কাজ করব।” এসজেডিএ মামলা’র প্রসঙ্গে নতুন কমিশনারের বক্তব্য, “তদন্ত সঠিকভাবে চলতে থাকবে। আইন আইনের পথেই চলবে।” |
শিলিগুড়িতে পৌঁছে জগমোহন। বুধবার তোলা নিজস্ব চিত্র। |
গত ৩০ নভেম্বর এসজেডিএ-র দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমারকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে বদলি করা হয় পুলিশ কমিশনার হিসাবে কর্মরত কারলিয়াপ্পন জয়রামনকে। প্রথমে আইজি (উত্তরবঙ্গ) শশীকান্ত পূজারি পরে জলপাইগুড়ি রেঞ্জের স্পেশাল আইজি জাভেদ শামিমকে অস্থায়ীভাবে ওই পদের দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার রাজ্য সরকার জগমোহনকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দায়িত্ব দেয়। এতদিন তিনি কলকাতায় সিআইডি-তে আইজি-১ দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার পর দুপুরেই কমিশনার কমিশনারেটের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এলাকা, থানা, ফাঁড়ি-সহ বিভিন্ন সমস্যা নিয়ে মূলত আলোচনা করেন।
|