টুকরো খবর
কম দামে জমি দিয়ে ১৭৪ কোটি ক্ষতির অভিযোগ
নিউটাউনের ফিনান্সিয়াল হাবের জমি বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে কম দামে বিক্রি করায় হিডকোর ১৭৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ করলেন প্রাক্তন আবাসন মন্ত্রী সিপিএম নেতা গৌতম দেব। বুধবার আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে গৌতমবাবু বলেন, “এ ব্যাপারে তদন্ত চেয়ে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের কাছে চিঠি দিয়েছেন এক সাংসদ।” সেই সাংসদের নাম গৌতমবাবু উল্লেখ করেননি। তবে তিনি বাম সংসদ নন বলে গৌতমবাবু জানান। বাম আমলে পদাধিকার বলে গৌতমবাবু হিডকোর চেয়ারম্যান ছিলেন। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ফিনান্সিয়াল হাবের উদ্বোধন করেছিলেন। গৌতমবাবু জানান, সেই জমির দাম ধরা হয়েছিল, একর প্রতি সাড়ে ১৭ কোটি টাকা। দুটি সংস্থা ওই দামে জমি কিনে ছিল। তাঁর অভিযোগ, “তৃণমূল ক্ষমতায় এসে একর প্রতি ৫ কোটি ৮০ লক্ষ টাকায় জমি দিয়েছে।” কেন কম দামে জমি দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন গৌতমবাবু। তাঁর কথায়, “একটি সরকারি সংস্থা অন্য সরকারি সংস্থাকে জমি বিক্রি করেছে। এখনই বলছি না, দুর্নীতি হয়েছে। কিন্তু সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দুর্নীতিরও সম্ভবনা রয়েছে।” আবাসন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম বলেন, “কেউ ভিজিলেন্স কমিশনকে চিঠি দিতেই পারেন। দুর্নীতির প্রশ্নই ওঠে না।”

পুরনো খবর:

অন্য নরেন অনড়, বিড়ম্বনায় ফব
প্রাক্তন মন্ত্রী নরেন দে-র উপরে হামলার প্রতিবাদে গোটা বামফ্রন্ট সরব। অন্য নরেনকে নিয়ে বিড়ম্বনা বাড়ছে ফরওয়ার্ড ব্লকের! নেতৃত্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা টিইউসিসি নেতা নরেন চট্টোপাধ্যায় মনস্থ করেছেন, প্রাক্তন মন্ত্রী সরল দেবের ডাকে মধ্যমগ্রামে আলোচনাসভায় যাবেন। সরলবাবুর নেতৃত্বাধীন ‘চিত্ত বসু স্মৃতিরক্ষা কমিটি’র আয়োজনে সংসদীয় গণতন্ত্রে চিত্তবাবুর অবদান নিয়ে আলোচনাসভা হবে ১৪ ডিসেম্বর। সরলবাবুর সঙ্গে দলের এখন সম্পর্ক নেই বলে নরেনবাবুকে ওই অনুষ্ঠানে না যাওয়ার পরামর্শ দেন ফব রাজ্য নেতৃত্ব।

সিলেক্ট কমিটি
কারিগরি ও বৃত্তিশিক্ষার দক্ষতা বাড়াতে একটিই সংসদ গড়ার জন্য বিলকে কেন্দ্র করে সরকার পক্ষের সমন্বয়ের অভাবের অভিযোগ ঘিরে বুধবার হইচই বাধল বিধানসভায়। বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েও তা না রাখায় ওয়াক আউট করলেন বাম বিধায়কেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.