শুরু হল বসিরহাট সংস্কৃতি-স্বাস্থ্যমেলা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শুরু হল তৃতীয় বর্ষের ‘বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্যমেলা’। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। বুধবার বসিরহাটের প্রান্তিক ময়দানে মেলার উদ্বোধন করেন প্রখ্যাত চিত্র পরিচালক রাজা সেন। উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন, এসডিপিও অভিজিত বন্দ্যোপাধ্যায়, বসিরহাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ রামলাল রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী প্রমুখ। মেলা কমিটির যুগ্ম সম্পাদক সুরজিত মিত্র, রাজেশ মণ্ডলরা জানান, এবারের মেলায় শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি-সহ বিভিন্ন বিষয়ের ৪৫টি স্টল হয়েছে।
|
যানজট ঠেকাতে উদ্যোগ পুরসভার
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
যশোহর রোডের ধারে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে যানজট কাটানোর পদক্ষেপ করল হাবরা পুরসভা। মঙ্গলবার হাবরা পুরসভা সাফাই বিভাগের চেয়ারম্যান-ইন-কাউন্সিল তারক দাস বলেন, “প্রশাসনের সহযোগিতা নিয়ে এ দিন ১৫টি সাইকেল-সহ নানা ধরনের যানবাহন আটক করা হয়েছে।” |