তিন মাসের মধ্যে সরকারকে নির্দেশ জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট। সরকার নির্দেশ দিলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।
সুপার তন্ময় রায়চৌধুরী
উত্তর ২৪ পরগনার পুলিশ |
আমার পাইলট কার নেই। যানজটে পড়লে লাল বাতি ব্যবহার করি। এ ছাড়া ব্যবহার করি না। সরকারের নির্দেশ পেলে গাড়ি থেকে খুলে ফেলব।
রহিমা মণ্ডল
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি |
লাল বাতির গাড়ি চড়া নিয়ে কোথাও থেকে এখনও নির্দেশ আসেনি। নির্দেশ পেলে নিশ্চয়ই মেনে চলব।
মন্টুরাম পাখিরা
সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী |
আমি লাল বাতির গাড়ি চড়ি না। তবে নিরাপত্তার জন্য পাইলট কার ব্যবহার করি।
মোহন জাটুয়া
মথুরাপুরের সাংসদ চৌধুরী |
সুপ্রিম কোর্টের নির্দেশিকা এলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রবীণ কুমার ত্রিপাঠি
দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার |
|