সিএবি-র অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট অম্বর রায় ট্রফিতে এ বার কোনও ক্রিকেটার বয়স ভাঁড়ালে তাকে আজীবন নির্বাসনে পাঠানো হবে। যে কোচিং ক্যাম্পের ক্রিকেটার বয়স ভাঁড়িয়েছে বলে প্রমাণিত হবে, সেই কোচিং ক্যাম্পকে অন্তত দশ বছরের জন্য সাসপেন্ড করা হবে। ভিনরাজ্যের কোনও ক্রিকেটারকে এই টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না। বুধবার এই ত্রিফলা ফতোয়া জারি করল রাজ্য ক্রিকেট সংস্থা। কিন্তু সিএবি কর্তাদের একাংশের আশঙ্কা, এই ফতোয়ার ফলে এ বার অম্বর রায় ট্রফিতে উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে অংশগ্রহণকারী দলের সংখ্যা।
এ দিন এই বিষয়ে বৈঠকের পর সিএবি-র অন্যতম যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় জানান, “টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য যে ফর্ম জমা দিতে হবে দলগুলোকে, সেই ফর্মেই এই শর্ত ও শাস্তির কথা উল্লেখ করা থাকবে। সেই শর্তে রাজি হওয়ার কথা উল্লেখ করে ফর্ম পূরণ করতে হবে ও তাতে সিল-সহ সই করে তবেই তা জমা দিতে হবে। এর পরেও যদি কেউ বয়স ভাঁড়িয়ে ধরা পড়ে, তা হলে আমাদের আর কিছু করার থাকবে না।”
গত বারের অম্বর রায় ট্রফিতে এই বয়স ভাঁড়ানো নিয়ে তুমুল হইচই হয়েছিল। প্রায় পঞ্চাশ জন ক্রিকেটারের জন্মের সার্টিফিকেট জাল বলে প্রমাণ পায় সিএবি। এই টুর্নামেন্টে খেলার জন্য প্রয়োজনীয় জাল সার্টিফিকেট তৈরির জন্য বেশ কয়েকটি চক্রের কথাও জানতে পেরেছে সিএবি। এ বার এই ব্যাপারে কড়া দাওয়াই দেওয়ায় বহু কোচিং ক্যাম্পের কর্তাদের মাথায় হাত পড়েছে। এমন অনেক ক্যাম্পই এ বার আর অম্বর রায় ট্রফিতে দল নামাতে পারবে না বলে ধারণা কয়েক জন অভিজ্ঞ সিএবি কর্তার। তাঁদেরই এক জনের আশঙ্কা, “অম্বর রায় নিয়ে যে রকম উৎসবের মেজাজ তৈরি হত, এ বার তার ছিটেফোঁটা থাকে কি না দেখুন। গত বার পর্যন্ত একশোর উপর দল আসত। এ বার তার অর্ধেকও আসবে কি না, সন্দেহ আছে।”
এ দিকে বাংলার রঞ্জি দলের পেসার মনোজিৎ ঘোষের বোলিং অ্যাকশন শোধরানোর দায়িত্ব পড়ল বাংলার প্রাক্তন মিডিয়াম পেসার দত্তাত্রেয় মুখোপাধ্যায়ের উপর। সম্প্রতি মনোজিতের অ্যাকশন নিয়ে অভিযোগ এসেছে ভারতীয় বোর্ড থেকে। এনসিএ-তে গিয়ে নিজের বোলিং অ্যাকশন সঠিক প্রমাণ করার আগে তাই মনোজিতকে দত্তাত্রেয়র তত্ত্বাবধানে তা শুধরে নিতে হবে বলে জানান যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়। |