বেআইনি ভাবে রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠল সিপিএম প্রধান, উপপ্রধান-সহ কয়েক জন সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-১ ব্লকের বাসুলডাঙা পঞ্চায়েতে দক্ষিণ লক্ষ্মীপুর সীতাগাছি গ্রামের ঘটনা।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের যাতায়াতের রাস্তার পাশ থেকে কয়েক দিন আগে ৬টি বড় সোনাঝুরি গাছ কেটে বিক্রি করে গ্রামবাসীদের একাংশ। পঞ্চায়েতটি রয়েছে সিপিএমের দখলে। গ্রামেরই কিছু তৃণমূল সমর্থক মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার ব্লক অফিসে এই বিষয়ে অভিযোগ জানান।
অভিযুক্ত সিপিএম সমর্থকদের একজন গ্রামবাসী বংশীলাল হালদারের দাবি, গ্রামের নিকাশি ব্যবস্থা ভাল না থাকায় কালভার্ট মেরামতির দরকার হয়ে পড়েছিল। তাই গ্রামবাসীরা সভা করে ঝড়ে পড়ে যাওয়া ওই ছ’টি সোনাঝুরি গাছ বিক্রি করে নিকাশি নালা ও কালভার্ট তৈরির কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ৬টি গাছ বিক্রি হয়েছে ২৭ হাজার টাকায়। তবে প্রশাসনকে না জানিয়ে গাছ কাটা ঠিক হয়নি বলেও স্বীকার করে নেন তিনি।
কি বলছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান? ওই পঞ্চায়েতের প্রধান সিপিএমের স্বপ্না হালদার বলেন, “আমি গাছ কাটার বিষয়ে কিছুই জানতাম না। পরে খোঁজ নিয়ে জানতে পারি গ্রামবাসীরা গাছ বিক্রি করে সেই টাকা দিয়ে দুটি কালভার্ট তৈরি, নিকাশি নালা সংস্কার এবং দুটি নলকূপের মেঝে ঠিক করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।”
ডায়মন্ড হারবার-১ ব্লকের বিডিও নির্মাল্য বাগচি বলেন, “গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশকে তদন্ত করার নির্দেশ দেওয়া হবে।” |