হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মঙ্গলবার রাতে বেলপাহাড়ির বৈষ্ণবপুর গ্রামের ঘটনা। মৃতের নাম জলেশ্বর মাহাতো (৫২)। পেশায় দিনমজুর জলেশ্বরবাবু দিনমজুরির কাজ সেরে বাড়ি ফেরার সময় ৫-৬টি বুনো হাতির দলের সামনে পড়ে যান। একটি হাতি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ও বন দফতরের লোকজন বৈষ্ণবপুরে পৌঁছয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগে ঝাড়খণ্ডের জঙ্গল থেকে ওই হাতিগুলি বেলপাহাড়ির জঙ্গলে ঢুকেছে। মৃতদেহের পাশে হাতির পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, হাতির ওই দলে একটি শাবকও রয়েছে। ঝাড়গ্রামের ডিএফও আশিসকুমার সামন্ত জানান, মৃতের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
|
নদীতে স্থান করে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হল এক গৃহবধূর। বুধবার বেলা তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে মাদারিহাট থানার জলদাপাড়া জঙ্গল সংলগ্ন হলং নদীর পাড়ে। মৃতার নাম নিয়তি দাস (৫০)। তার বাড়ি প্রধান নগরে। বিকাল তিনটা নাগাদ বাড়ি থেকে কিছু দূরে নদীতে স্নান সেরে ফেরার সময় জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি দাঁতাল তাঁকে পিষে মারে। |