গোঘাটের আনুড় গ্রামের এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ ছিল প্রতিবেশী যুবকের বিরুদ্ধ। অষ্টম শ্রেণির ওই ছাত্রীর দাদা মঙ্গলবার থানায় অভিযোগ করেন। রাতেই অপহৃত কিশোরীকে হাওড়ার পাঁচলায় একটি জলসা থেকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই কিশোরী জলসায় গান করে। অভিযুক্ত যুবক বিভিন্ন জায়গায় জলসার ব্যবস্থাপনা করেন। কিশোরীর দাদার অভিযোগ, “শহরের বড় জলসায় সুযোগ করে দেওয়ার লোভ দেখিয়ে ওকে বাড়ি থেকে নিয়ে পালিয়েছিল।” যদিও ধৃতের দাবি, তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। মেয়েটিকে পাঁচলার জলসায় গান করাতেই চেয়েছিলেন। মেয়েটির সঙ্গীত প্রতিভা আছে বলেই মনে হয়েছিল তাঁর। কিন্তু বাড়ির লোক ছাড়বে না বলেই কৌশল করেছিলেন।
|
দীর্ঘ ৩৪ বছর ধরে চন্দননগরের ‘গল্পমেলা’ বাস্তবিকই বাংলা গল্প চর্চার এক পীঠস্থান হয়ে উঠেছে। এ বারের মেলায় শিশু-কিশোর সাহিত্য প্রাধান্য পেল। তৃষিত গুহ, রোপণ বৈরাগী, শ্রীজিৎ পণ্ডার মতো খুদে গল্পকারেরা ভবিষ্যতের সাহিত্যিক হওয়ার আগাম দাবি জানিয়ে রাখলেন সেখানেই। আর বড়রা তো ছিলেনই। শতদ্রু মজুমদার, নীহারুল ইসলাম, রাজীব ঘোষ, গৌর কারকদের পাশাপাশি অমর মিত্র সৈকত মুখোপাধ্যায়, অভিজ্ঞান রায়চৌধুরী বা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় সাহিত্যিকেরাও পড়ে শোনালেন তাঁদের গল্প। দিঘি বসু, সম্পূর্ণা কুণ্ডুর মতো কিশোরীরা জানাল, ঠিক কেমন ধরনের গল্প তারা প্রত্যাশা করে। আলোচনায় ছিলেন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, ভগীরথ মিশ্র, অসীম ত্রিবেদী, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বরেন্দু মণ্ডল, বিকাশ মেদ্যা, দেবাশিস মুখোপাধ্যায়। পঠিত গল্প নিয়ে আলোচনা করেন সুচেতা কুণ্ডু, মানস সরকার, ঝিলম ত্রিবেদী এবং অরিন্দম বসু। ‘গল্পমেলা’ পুরস্কার পেলেন শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ। ‘অনাদি স্মারক’ সম্মান পেলেন ‘শিশুমেলা’ পত্রিকার সম্পাদক অরুণ চট্টোপাধ্যায়। সম্বর্ধিত হলেন সুব্রত মুখোপাধ্যায়।
|
স্কুলের আসবাব পত্র গায়েব করার অভিযোগে সারা দিন ধরে প্রধান শিক্ষককে আটকে রাখলেন অভিভাবকেরা। বুধবার বাগনানের কল্যাণপুরের আমড়াজোল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। স্কুলে নতুন ঘর তৈরির জন্য ভেঙে ফেলা হয় পুরনো ঘর। অভিযোগ, সে সময়ে প্রধান শিক্ষক অশোক বাকুলি পুরনো জিনিসপত্র বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করে দেন। অভিযোগ অস্বীকার করে অশোকবাবু বলেন, “স্কুল পরিচালন কমিটি না থাকায় আমি ঘর ভাঙার সময়ে কিছু কাঠ নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। কিন্তু সেগুলি বিক্রি করিনি। কিন্তু কাঠ বিক্রি করে ৫০ হাজার টাকা পেয়েছি বলে আমাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছেন গ্রামবাসীরা।”
|
অঙ্কুরহাটি পিএজে ফুটবল ক্লাবের উদ্যোগে মহরুম হাজি সোলেমান মোল্লা ও মহরুম মোস্তাক আলি মোল্লা স্মৃতি গোল্ড কাপের উদ্বোধন হল বুধবার। উদ্যোক্তা ক্লাবের মাঠে প্রতিযোগিতার উদ্বোধনে ছিলেন ভবানীপুর ফুটবল ক্লাবের কোচ জুলিয়ানো। উদ্যোক্তারা জানান, বেলগড়িয়া স্যান্টোস ৩-০ গোলে গড়বাগান ক্লাবকে হারায়। |