কী প্রয়োজন: চাঁপদানি পুরসভার রবীন্দ্রমঞ্চের সংস্কার চাই।
কেন? ভদ্রেশ্বরে অবস্থিত সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ এই রবীন্দ্রমঞ্চ। কিন্তু বর্তমানে এই মঞ্চের অবস্থা খুবই খারাপ। সিলিংয়ের কিছু অংশ, মঞ্চের সামনের উপরের দিকের অংশ ভেঙে পড়ে গেছে। বেশ কিছু অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। দেওয়াল খসে পড়েছে। দুর্ঘটনা ঘটার আশঙ্কা।
প্রস্তাব: চাঁপদানি পুরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং পুরপ্রধানের কাছে আবেদন, দ্রুত রবীন্দ্রমঞ্চের সংস্কারের বিষয়ে উদ্যোগ নিন।
কালীশঙ্কর মিত্র, ভদ্রেশ্বর।
|
কী প্রয়োজন: আমতা ব্রডগেজ লাইনে জনবহুল ডাঁসি স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার করা হোক। সেই সঙ্গে স্টেশনে যাতায়াতের একমাত্র রাস্তাটি পাকা করা হোক।
কেন? প্ল্যাটফর্মের উপরে সিমেন্টের আস্তরণ উঠে গিয়ে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। প্ল্যাটফর্মটি ট্রেনের কমপার্টমেন্ট থেকে অনেকটা নিচু হওয়ায় ট্রেনে উঠতে নামতে অসুবিধা হয়। স্টেশনে যাতায়াতের রাস্তাটিতেও বহু পুরনো দিনের ইট পাতা। যা জায়গায় জায়গায় উঠে গিয়েছে।
প্রস্তাব: স্টেশনের প্ল্যাটফর্ম আশু সংস্কার এবং লাগোয়া রাস্তাটি পাকা করার জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ আব্দুস সামি, জগৎবল্লভপুর। |