শাসক দলের বৈঠক, সাজছে আগরতলা
ত্রিপুরায় এই প্রথম সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হতে চলেছে। বৈঠক চলবে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটির বৈঠকে গত বারের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত কতটা কার্যকর, তা পর্যালোচনা করে দেখা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর আজ বলেন, ‘‘দলের সাংগঠনিক পর্যালোচনা পর্বে চার রাজ্যের বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের কারণ অনুসন্ধান করা হবে।’’
বিজনবাবু জানান, বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ‘রাজনৈতিক ঘটনাবলি’ নিয়েও আলোচনা করা হবে। বিজেপি ও কংগ্রেসের বিরোধিতার পাশাপাশি ‘বাম-গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক’ দলগুলি কী ভাবে জোট বাঁধবে, সে সব বিষয়েও সেখানে মত বিনিময় করা হবে।
তবে, দিল্লির বিধানসভা ভোটের ফলাফলের প্রেক্ষিতে সিপিএম এখনও ‘আম আদমি পার্টি’কে গুরুত্ব দিতে চাইছে না। বিজনবাবুর প্রশ্ন, ‘‘ওদের বিকল্প নীতি কী? কর্মসূচিও কোনটি?’’ কেন্দ্রের ইউপিএ সরকারের লাগামছাড়া ‘দুর্নীতির’ প্রতিবাদ সিপিএমও করছে--এ কথাও উল্লেখ করে বিজনবাবু। তিনি বলেন, ‘‘শুধু দুর্নীতি হঠাও বললেই দুর্নীতি হঠানো যায় না। কেন্দ্রের ইউপিএ সরকারের নয়া-উদারবাদী অর্থনীতির বিরোধিতা করুক আম আদমি পার্টি। তা হলেও আমরাও ওদের সঙ্গে থাকব।’’
লাল পতাকায় সেজেছে আগরতলার রাজপথ। বাপি রায়চৌধুরীর তোলা ছবি।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যদের স্বাগত জানাতে আগরতলার প্রস্তুতি এখন তুঙ্গে। পাঁচ রাজ্যে নির্বাচনের পর জাতীয় রাজনীতির প্রেক্ষিতে দলের এই বৈঠকের গুরুত্ব যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
মার্ক্স, এঙ্গেল্স, লেনিন, স্ট্যালিনের ছবির পাশাপাশি ভারতের বামপন্থী আন্দোলনের অগ্রণী নেতাদের ছবি দিয়ে ‘কিয়স্ক’ তৈরি হচ্ছে। দলের প্রথম পলিটব্যুরোর সদস্য ছিলেন ন’জন। দলের সেই ‘নবরত্ন’ ছাড়াও দেশ ও রাজ্যের প্রয়াত জননেতাদের ছবি লাগানো হয়েছে শহরজুড়ে।
বিজনবাবু জানান, বৈঠকে কেন্দ্রীয় কমিটির ৯৩ জন সদস্যই আমন্ত্রিত। ১৫ জন পলিটব্যুরো সদস্যের মধ্যে ১২ জন তাতে যোগ দেবেন। থাকতে পারবেন না পলিটব্যুরোর তিন সদস্য সীতারাম ইয়েচুরি, বুদ্ধদেব ভট্টাচার্য এবং নিরুপম সেন। বৈঠক শেষে ১৫ ডিসেম্বর বিবেকানন্দ স্টেডিয়ামে দলের প্রকাশ্য সমাবেশ হবে। সমাবেশে লক্ষাধিক মানুষ হাজির থাকবেন বলে তাঁর আশা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.