টুকরো খবর
ক্ষতিপূরণ ছাড়া জমি নয়, দাবি
২ নম্বর জাতীয় সড়ক নিয়ে জনশুনানিতে জমি দিতে ইচ্ছুক হলেও উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া জমি দেবেন না বলে জানালেন জমির মালিকেরা। বুধবার জামুড়িয়ার ২০ নম্বর ওয়ার্ডের বোগড়া চটি দুর্গামন্দিরে প্রশাসনের উদ্যোগে বোগড়া বাস্তু বাঁচাও কমিটির সদস্যদের নিয়ে জন শুনানি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আসানসোল মহকুমা শাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি-ম্যাজিস্ট্রেট রতন মজুমদার, বর্ধমান জেলার বিশেষ জমি অধিগ্রহন অধিকর্তা মানস মন্ডল, জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকেরা। মানসবাবু জানান, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার দু’ধারে ২৫ মিটার করে মোট ৫০ মিটার জমি অধিগ্রহন করা হবে। এই কাজে সকলের কাছে সহযোগিতা প্রয়োজন। বাস্তু বাঁচাও কমিটির পক্ষে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর গোপাল দত্ত বলেন, “এই প্রকল্পে ১৭৩টি বাড়ি ভাঙার প্রয়োজন বলে জানা গিয়েছে। ওই বাড়িগুলির পুনর্নিমাণে শুধু টাকা দিলেই হবে না। বিকল্প জমির ব্যবস্থা করে দিতে হবে। বাস্তু, ডাঙা, জলাশয়ের জন্য কী দাম দেওয়া হবে সেটাও আগে ঘোষণা করতে হবে।” পুরপ্রধান ভাস্করবাবু জানান, বর্তমান রাজ্য সরকার জোর করে জমি নেওয়ার বিরোধী। বাস্তু রক্ষা কমিটির দাবি তিনি প্রশাসনিক অধিকর্তাদের জানিয়েছেন। আলোচনার শেষ দিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা বাস্তু বাচাঁও কমিটির প্রতিনিধিদের কাছে আপাতত জমি সমীক্ষা করার কাজে সকলের কাছে সহযোগিতার আবেদন করেন। জমির দাম নিয়ে অবশ্য এ দিন উপস্থিত আধিকারিকেরা কিছু জানাননি।

বেপরোয়া বাইক, জখম পথচারী
বেপরোয়া মোটরবাইক চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। ধৃত সমীর রজককে বুধবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হাজতে পাঠান। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে নরসিংহ বাঁধ এলাকায় সিপিএমের স্থানীয় এক নেতাকে মোটরবাইক নিয়ে সজোরে ধাক্কা মারে ওই যুবক। ওই ব্যক্তির দুটি হাত ও নাক ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অভিযোগ পেয়ে পুলিশ ওই বাইক আরোহীকে গ্রেফতার করেছে। কিছু দিন ধরে একদল অল্পবয়সী যুবকের বাইকের নানা কেরামতিতে এমনিতেই সন্ধ্যায় পথে চলা আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর কাছে। দুর্ঘটনের আশঙ্কা নিয়ে শহরের একাধিক থানায় অভিযোগও করেছেন তাঁরা।

ডাম্পার-লরির ধাক্কায় মৃত দুই কাঁকসায়
মাছবোঝাই ছোট লরি ও ডাম্পারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। বুধবার ভোর ৫টা নাগাদ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম বিজন ক্ষেত্রপাল (৩০) ও সঞ্জীব দাস (১৮)। দু’জনেরই বাড়ি বুদবুদে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদবুদের পাইকারি মাছের বাজার থেকে মাছ নিয়ে বীরভূমের ইলামবাজারে বিক্রি করতে যাচ্ছিলেন ওই দু’জন। ঘন কুয়াশা থাকায় উল্টোদিক থেকে আসা ডাম্পারটিকে দেখতে না পেয়ে লরি নিয়ে ধাক্কা মারেন তাঁরা। ঘটনাস্থলেই মারা যান দু’জন। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল ওই রাস্তায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

উধাও টাকার ব্যাগ
ভর দুপুরে লটারির দোকান থেকে টাকা ভর্তি ব্যাগ উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরে। বুধবার দুপুরে দুর্গাপুর স্টেশন এলাকার ঘটনা। ওই দোকানের মালিক চঞ্চল কুমার পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, টাকার ব্যাগটি দোকানে রেখে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন তিনি। ফিরে দেখেন ব্যাগটি উধাও। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লোহা চুরি, ধৃত ২
আসানসোল আদালত থেকে দুই লোহা চোরকে বুধবার দু’দিনের পুলিশি হেফাজতে নিল রানিগঞ্জ থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধ বার্নস কারখানা থেকে লোহা চুরি করে পাচার করার অভিযোগে দু’জনকে মঙ্গলবার রাতে রানিগঞ্জের চর্বি মহল্লা থেকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন রানিগঞ্জ রেল আবাসনের বাসিন্দা পাপ্পু সিংহ এবং গীর্জাপাড়ার বাসিন্দা মহম্মদ গুড্ডু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.