খেলার টুকরো খবর
ফাইনালে গেল বধর্মান
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ফাইনালে উঠল বর্ধমান। রাধারানি স্টেডিয়ামে আজ, বৃহস্পতিবার ফাইনালে তারা আসানসোলের মুখোমুখি হবে। মঙ্গলবার ১০ উইকেটে কাটোয়াকে হারিয়ে ফাইনালে ওঠে আসানসোল। বুধবার আরেক সেমিফাইনালে বর্ধমান ১৪ রানে দুর্গাপুরকে হারায়। এ দিন প্রথমে ব্যাট করে বর্ধমান ৩৫ ওভারে আট উইকেটে ১৩৯ রান করে। জবাবে ৩২.২ ওভারে করে ১২৫ রানে সব উইকেট হারায় দুর্গাপুর। বর্ধমানের রবীন্দ্রর সিংহ ২৬ রানে ৮ উইকেট নিয়েছেন।

প্রাথমিক দলে ঠাঁই ২৭ জনের
অজয় ঘোষ ট্রফি ও আন্তঃবিশ্ববিদ্যালয় পূর্র্বাঞ্চল ক্রিকেটের জন্য ২৭ জনের প্রাথমিক দল গড়ল বর্ধমান। শহরের মোহনবাগান মাঠে দু’দিনের ট্রায়ালে যোগ দিয়েছিলেন ৫০টি কলেজের ৮০জন ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকেই ওই ২৭জনকে বেছে নেওয়া হয়েছে। আপাতত তাঁদের আবাসিক প্রশিক্ষন শিবিরে রাখা হবে। ১৪ ডিসেম্বর থেকে বিশ্বভারতীর উদ্যোগে অজয় ঘোষ ট্রফির খেলা শুরু হবে। বর্ধমানের প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বর।

জয়ী কুলটি
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বুধবার জয়ী হল কুলটি টাইগার্স। জেটিএস সালানপুরকে তারা ১১ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে কুলটি ১৬ ওভারের খেলায় ৮ উইকেটে ১৪৪ রান করে। জবাবে জেটিএসের ইনিংস ১৩৩ রানে শেষ হয়ে যায়। এ দিনের খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের ভগীরথ রাজোয়ার।

হার বিদ্রোহীর
বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল অল স্টার চিত্তরঞ্জন। তারা জামগ্রাম আদি শিবতলা মাঠে বিদ্রোহী সঙ্ঘকে ২২ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৭৮ রান করে অলস্টার। জবাবে আয়োজক সংস্থা ৫৬ রানে গুটিয়ে যায়।

জয়ী বিএউসি
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার প্লে অফ খেলায় জিতল বিএউসি। বুধবার তারা কালাঝরিয়া উদয়ন সঙ্ঘের মাঠে তারা পূর্ব রেল আসানসোলকে ৩-২ গোলে হারিয়ে দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.