উপযুক্ত ক্ষতিপূরণ পেলে তাঁরা ২ নম্বর জাতীয় সড়কের জন্য জমি দেবেন বলে জনশুনানিতে জানালেন মালিকেরা। বুধবার জামুড়িয়ার ২০ নম্বর ওয়ার্ডের বোগড়া চটি দুর্গামন্দিরে প্রশাসনের উদ্যোগে ‘বোগড়া বাস্তু বাঁচাও কমিটি’র সদস্যদের নিয়ে জনশুনানির আয়োজন করা হয়। সেখানে আসানসোল মহকুমাশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি-ম্যাজিস্ট্রেট রতন মজুমদার, বর্ধমান জেলার বিশেষ জমি অধিগ্রহন অধিকর্তা মানস মন্ডল, জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকেরা। মানসবাবু জানান, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার দু’ধারে ২৫ মিটার করে মোট ৫০ মিটার জমি অধিগ্রহন করা হবে। এই কাজে সকলের কাছে সহযোগিতা প্রয়োজন। বাস্তু বাঁচাও কমিটির পক্ষে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর গোপাল দত্ত বলেন, “এই প্রকল্পে ১৭৩টি বাড়ি ভাঙার প্রয়োজন বলে জানা গিয়েছে। ওই বাড়িগুলির পুনর্নিমাণে শুধু টাকা দিলেই হবে না। বিকল্প জমির ব্যবস্থা করে দিতে হবে। বাস্তু, ডাঙা, জলাশয়ের জন্য কী দাম দেওয়া হবে সেটাও আগে ঘোষণা করতে হবে।”
পুরপ্রধান ভাস্করবাবু জানান, বর্তমান রাজ্য সরকার জোর করে জমি নেওয়ার বিরোধী। বাস্তু রক্ষা কমিটির দাবির কথা তিনি প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন।
আলোচনার শেষ দিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা বাস্তু বাচাঁও কমিটির প্রতিনিধিদের কাছে আপাতত জমি সমীক্ষা করার কাজে সকলের কাছে সহযোগিতার আবেদন করেন। জমির দাম নিয়ে অবশ্য এ দিন উপস্থিত আধিকারিকেরা কিছু জানাননি। |