পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ট্রেড লাইসেন্স-এর কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসের কর্মীদের সঙ্গে বচসার জেরে পঞ্চায়েত ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার দুপুরে বসিরহাট ২ ব্লকের কচুয়া পঞ্চায়েতে ওই ঘটনায় পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে ভবনের তালা খোলার ব্যবস্থা করে। পুলিশ সূত্রে খবর, সোমবার ট্রেড লাইসেন্স সংক্রান্ত কাজে পঞ্চায়েত অফিসে যান আব্দুল করিম নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ সেই সময় সেখানে উপস্থিত উপ-প্রধান মনিরুজ্জামান তাঁকে পরে আসতে বলেন। তিনি তার কারণ জিজ্ঞাসা করলে দু’পক্ষে বচসা থেকে হাতাহাতি বেধে যায়। পুলিশের কাছে অভিযোগে আব্দুল করিম জানান, লাইসেন্স দেওয়া তো দূর, উল্টে তা সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। পুলিশ জানায়, এর পর ফিরে গিয়ে ফের লোকজন নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন করি। তখন সেখানে উপপ্রধান ছিলেন না। এর পরেই কয়েকশো তৃণমূল সমর্থক উপপ্রধানকে গ্রেফতারের দাবিতে পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ যায়। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে তালা খুলে দেওয়া হয়। মনিরুজ্জামান অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।
|
খুনের কারণ নিয়ে ধোঁয়াশা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছাপাখানার কর্মী জয়ন্ত দাসের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটল না সোমবারেও। রবিবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে উদ্ধার হয় তাঁর দেহ। মাথায় ও কানের নীচে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। পুলিশের অনুমান, চলন্ত গাড়িতে খুন করে দেহটি ছুড়ে ফেলা হয়। এই ঘটনায় চার জনের বিরুদ্ধে অভিযাগ দায়ের করেন মৃতের ভাই। অশোক গুহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি পানশালার সিসিটিভির ফুটেজ থেকে পুলিশ জেনেছে, রবিবার পাঁচ জনের সঙ্গে জয়ন্তকে সেখানে মদ্যপান করতে দেখা গিয়েছে। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, সম্প্রতি সিন্ডিকেট ব্যবসায় যুক্ত হয়েছিলেন জয়ন্ত। দুলালের সঙ্গে জয়ন্তের বিরোধও সম্ভবত সেই সূত্রে। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দেবাশিস বেজ বলেন, “সব তথ্য খতিয়ে দেখে তদন্ত চলছে।”
|
ডুবে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
জলে ডুবে মৃত্যু হল এক ছ’মাসের শিশুর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ক্ষেত্রমোহনপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম বিলাস দাস। এ দিন সন্ধ্যায় বাড়ির বাগানে দোলনায় ঘুমোচ্ছিল বিলাস। তার মা কাজ করছিলেন উঠোনে। সেই সময় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিলাসকে তুলে নিয়ে পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপর পালিয়ে যায়। শিশুর মা পুকুরে নেমে ওই শিশুটিকে উদ্ধার করে। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
|
তৃণমূলে যোগ দেওয়ায় হুমকি
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
মোবাইল ফোনে এমনকী রাস্তায় বের হলেও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের কাছে এমনই অভিযোগ করলেন সন্দেশখালি-২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা অনিমা দাস। সন্দেশখালি থানার ওসি সুরিন্দার সিংহ বলেন, “অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।” পুলিশ সূত্রে খবর, সিপিআই থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অনিমাদেবীর অভিযোগ। তিনি জানান, গত রবিবার স্বামী মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন তাঁকে হেনস্থা করে। মেয়েকে অপহরণের চেষ্টাও করা হয়। তাঁর বক্তব্য, দল ছাড়ায় রাজনৈতিক উদ্দেশ্যেই বিরোধী দলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে।
|
প্রতিবন্ধী দিবসে অনুষ্ঠান |
প্রভাতফেরি, ক্রীড়া প্রতিযোগিতা, নাচ, গান-সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রতি ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ পালিত হল হাসনাবাদের বরুণহাটে। |