পরনে খাকি পোশাক। দেখে পুলিশ বলে মনে হতে পারে। কিন্তু গয়নার দোকানের সামনে পুলিশের পোশাকে থাকা জনা সাতেক যুবকের মুখে রুমাল বাঁধা দেখে ধন্দে পড়েন রাজকুমার সাউ। পরিচয় জানতে চাওয়ায় স্বরূপ বেরিয়ে পড়ে উর্দির আড়াল থেকে। প্রথমে রাজকুমার, পরে তাঁর বাবা এবং স্থানীয় এক বাসিন্দার উপরে ভোজালি, পাইপগান নিয়ে হামলা করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে নৈহাটির হুকুমচাঁদ চটকলের কাছে, ঘোষপাড়া রোডে।
জখম তিন জনকে ভর্তি করা হয় কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকলের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। রাজকুমারের বাবা বিকাশ সাউয়ের হাতের তালু ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি। ব্যারাকপুরের পুলিশ কমিশনার দেবাশিস বেজ বলেন, “গয়নার দোকানে লুঠ ও পরে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘোষপাড়া রোডের ধারে একটি গয়নার দোকানের পিছনের জানলার লোহার রড কেটে ঢুকেছিল সাত জনের দুষ্কৃতী-দলটি। লুঠপাট সেরে বেরনোর সময় ভোর ৫টা নাগাদ তাদের মুখোমুখি পড়ে যান রাজকুমার। দোকানের পাশেই তাঁর বাড়ি। আত্মীয়ের বিয়েতে ধানবাদ যাবেন বলে এ দিন সকাল সকাল সপরিবার বেরিয়েছিলেন বাড়ি থেকে। মুখ ঢাকা যুবকদের পরিচয় জানতে চাইতেই ভোজালি হাতে দু’জন রাজকুমারের উপরে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিকাশবাবু। চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। দীপক জায়সবাল নামে এক যুবক প্রায় ধরে ফেলেছিলেন এক দুষ্কৃতীকে। দীপকের পায়ে গুলি করে পাইপগান উঁচিয়ে দৌড়ে পালায় দুষ্কৃতীরা।
রাজকুমারের কাকা বাবলু সাউ বলেন, ‘‘ছেলেগুলো খাকি পোশাক পরে পুলিশ সেজে এসেছিল। দোকানে লুঠপাট চালিয়ে বেরোনোর সময়ে ভাইপো সামনে পড়ে যায়। ধরা পড়ে যেতে পারে ভেবে আক্রমণ করে।” গয়নার দোকানের মালিক জয়প্রকাশ সাউয়ের অভিযোগ, দুষ্কৃতীরা বেশ কয়েক ভরি রুপোর গয়না নিয়ে পালিয়েছে। তিনি বলেন, ‘‘জমজমাট এলাকা। পুলিশ মাঝেমধ্যেই এই রাস্তায় টহল দেয়। তার পরেও এমন দুঃসাহস দেখাবে কেউ, ভাবতেই পারছি না!’’
ব্যারাকপুর শিল্পাঞ্চলে সম্প্রতি পর পর কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটল। কমিশনারেট সূত্রের খবর, ব্যারাকপুরের বিড়লা গেট, চাপুড়িয়া অঞ্চলে বহিরাগত দুষ্কৃতীরা ডেরা বাঁধছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সোমবারই বিড়লা গেটের সুকান্ত পল্লি থেকে তিন ডাকাতকে ধরেছে পুলিশ। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ টহলদারির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। |