ছাত্রী নিগ্রহে অভিযুক্ত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
দিন পাঁচেক আগে তিন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার স্কুলে চড়াও হলেন অভিভাবকদের একাংশ। মঙ্গলবার জলঙ্গির সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত অরিন্দম সরকার ওই স্কুলেরই শিক্ষক। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “স্কুলের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৫ ডিসেম্বর। সে দিন স্কুলের তিনজন ছাত্রী স্কুলের প্রধান শিক্ষককে জানায়, অরিন্দম সরকার নামে স্কুলেরই এক শিক্ষক তাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। ঘটনার পর কেটে গিয়েছে আরও পাঁচ দিন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার স্কুলে চড়াও হন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অবস্থা সামাল দেয়। স্কুলের প্রধান শিক্ষক কৌশিক সরকার বলেন, “৫ ডিসেম্বর তিনজন ছাত্রী অরিন্দমবাবুর নামে অভিযোগ জানানোর পর আমি তাঁকে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি চুপচাপ থাকায় আমার সন্দেহ হয়। ভেবেছিলাম পরদিন তিনি স্কুলে এলে ব্যবস্থা নেব। কিন্তু ৬ ডিসেম্বর থেকে তিনি আর স্কুলে আসছেন না।” তিনি আরও জানান, বছর পাঁচেক আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। সেই ঘটনার মামলা এখনও চলছে বলেও জানা গিয়েছে। জলঙ্গি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তাজুদ্দিন বিশ্বাস বলেন, “এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। এই বিষয় নিয়ে বহুবার সাবাধানও করা হয়েছিল তাঁকে। তারপরও এমন ঘটনা ঘটলে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত।”
|
কান্দি পুরসভায় ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মদ্যপ অবস্থায় দলবল নিয়ে আচমকা এক ঠিকাদার পুরসভায় হামলা চালানোয় প্রতিবাদে বুধবার পুরকর্মী ও কাউন্সিলরা পুর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পুরসভা সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে কান্দির হোটেল পাড়ার বাসিন্দা নূর আলম চৌধুরী ও তার লোকজন পুরপ্রধান কংগ্রেসের গৌতম রায়ের ঘরে ঢোকে। তাঁকে জুতো দেখিয়ে মারধর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকে তারা যায় পূর্ত কর্মাধক্ষ গুরুপ্রসাদ মুখোপাধ্যয়ের ঘরে। সেখানে ছিলেন একজন মহিলা কাউন্সিলার-সহ জনা পাঁচেক কাউন্সিলার। তাঁদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। গুরুপ্রসাদবাবুর ছায়াসঙ্গী মানিক মুখোপাধ্যায়কে নুর আলম চৌধুরীর লোকজন জুতোপেটা করে বলে অভিযোগ। এরপরই কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায়। পুরপ্রধান গৌতমবাবু বলেন, “কী কারণে ওই ঠিকাদার পুরসভায় এসে এমন করল জানি না। আমাদের মারধর ও হুমকি দেওয়ার পাশাপাশি পুরসভার আসবাবপত্র ভাঙচুর ও বেশ কিছু নথি নষ্ট করেছে নুর আলমের লোকেরা। ওই ঠিকাদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছি। নাগরিকদের অসুবিধা হবে জেনেও বুধবার পুরসভার সমস্ত পরিসেবা বন্ধ থাকবে।” পুরসভার কাউন্সিলর সিপিএমের বলাই চট্টোপাধ্যায় বলেন, “ওই দুষ্কৃতী কংগ্রেসেরই মদতপুষ্ট। এটা কংগ্রেসের অন্তর্বিবাদ। দুষ্কৃতীরা পুরসভা তছনছ করল। আমরা নিরাপত্তার দাবিতে ওই ধর্মঘটকে সমর্থন করছি।” আইসি কৌশিক ঘোষ বলেন, “অভিযুক্ত ঠিকাদার পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”
|
মুর্শিদাবাদে দলত্যাগ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
অধীর চৌধুরীর গড়ে কংগ্রেসে ফাটল ধরল। দলবল নিয়ে মঙ্গলবার জেলা তৃণমূলের সভাপতি মহম্মদ আলির উপস্থিতিতে মুর্শিদাবাদ শহর কংগ্রেসের সভাপতি রবি অধিকারী তৃণমূলে যোগ দিলেন। মহম্মদ আলি বলেন, “রবিবাবু অসাধারণ সংগঠক। তাঁর যোগদানে আমাদের শক্তি বাড়বে। মুর্শিদাবাদ পুরসভা দখলের ক্ষেত্রে আমরা এক পা এগোলাম।” রবিবাবু বলেন, “খেয়োখেয়িতে ব্যস্ত কাউন্সিলররা বার বার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে অস্থিরতা সৃষ্টি করছেন। জনগনের কাছে কৈফিয়ত দিতে না পেরে দল ছাড়লাম।” জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাসের বক্তব্য, “প্রলোভনের ফাঁদে পা দিয়ে রাজনৈতিক আদর্শ জলাঞ্জলি দেওয়া অধঃপতনের সামিল। এতে দলের কোনও ক্ষতি হবে না।”
|
পুলিশ অন্ধকারেই
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চাপড়ার জোড়া খুনের ঘটনার এক দিন পরও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। কী কারণে প্রসেনজিৎ মণ্ডল নামে ওই যুবককে খুন করা হল তা নিয়েও সংশয় রয়েছে। জেলা পুলিশের ডিএসপি(সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “বৃদ্ধার খুনের কারণ জানা গেলেও ওই যুবককে খুনের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত চলছে।” সোমবার সন্ধ্যায় চাপড়ার মালুমগাছাতে খেপি বাগ (৬১) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে খুন করে এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই পুকুরের জল থেকে উদ্ধার হয় প্রসেনজিৎ মণ্ডল (২৮) নামে এক যুবকের দেহও।
|
ফেনসিডিল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
সাড়ে সাত হাজারেরও বেশি ফেনসিডিলের বোতল উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। সোমবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে ছেতিয়ানি মোড়ে বহরমপুরগামী একটি লরি থেকে এগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চালক ও খালাসি পলাতক। |