সংস্কৃতি যেখানে যেমন

নাট্যোৎসব
আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ধরে রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হতে চলেছে স্থানীয় নাট্যগোষ্ঠী নাট্যমবলাকার ‘প্রাদেশিক নাট্যোৎসব ২০১৩’। প্রথম দিন আয়োজক সংস্থার প্রযোজনা ‘সদাগরের নৌকো’ দিয়ে নাট্যোৎসবের শুভারম্ভ। রচনা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নির্দেশনা তরুণ চৌবে। ১৯ ডিসেম্বর মঞ্চস্থ হবে হিন্দি নাটক ‘ফেবিকল’। নাট্যসংস্থা ঝাড়খণ্ডের জামসেদপুরের ‘মাইদি’। নির্দেশনা রায় হাঁসদা। ২০ ডিসেম্বর মধ্যপ্রদেশের জব্বলপুরের ‘অডির্ন্যান্স ফ্যাক্টরি খামারিয়া’ নাট্যসংস্থার হিন্দি নাটক ‘চরণ দাস চোর। রচনা হাবিব তনবির। নির্দেশনা ভি এম ইগনাতিয়াস। চতুর্থ দিন ২১ ডিসেম্বর মঞ্চস্থ হবে অসমের নাট্যসংস্থা ‘গরাঙ্গা থিয়েটার’-এর প্রযোজনা ‘ঢোঁড়া সাপ’। রচনা নরেন পাটগিরি। নির্দেশনা উপকূল বরদোলায়। ২২ ডিসেম্বর সমাপ্তি সন্ধ্যায় মঞ্চস্থ হবে উড়িষ্যার নাট্যগোষ্ঠী ‘দ্যা মিরর’-এর প্রযোজনা ‘লালপাড়িন’। রচনা ও নির্দেশনা সুভাষচন্দ্র প্রধান। আয়োজক সংস্থার কর্ণধার তরুণ চৌবে বলেন, “নাট্যানুষ্ঠানের শুরু প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।”

সাংস্কৃতিক অনুষ্ঠান
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর বহরমপুর শাখা, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন-সহ কয়েকটি সংস্থার মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দধারা বহিছে ভুবনে’। গত সোমবার সন্ধ্যায় লালবাগের মতিঝিলে চিকিৎসক অরিন্দম চক্রবর্তীর কণ্ঠে উদ্বোধনী সংগীত ‘আনন্দধারা বহিছে ভুবনে’-এর পর সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বিশ্বময়ানন্দ প্রদীপ প্রজ্জ্বলন করেন। আইএমএ-এর বহরমপুর শাখার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘শিল্পী লোপামুদ্রা মিত্র ছাড়াও অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন চিকিৎসক মনোজ গুহ, অরুণিমা চট্টোপাধ্যায়, দেবাশিস গোস্বামী, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পড়ুয়া-সহ অনেকে।” ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, আইএমএ-এর রাজ্য শাখার চেয়ারম্যান নির্মল মাজি প্রমুখ।

শিল্পীকে সম্মান
‘নবদ্বীপ সাহিত্য সমাজ স্মারক সম্মান ২০১৩’ পেলেন বিশিষ্ট কথাশিল্পী ও কবি অনিল ঘড়াই। ডিসেম্বরের প্রথম রবিবার বিকালে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে সাহিত্য সমাজের সপ্তম বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হয়। সেখানে অনিল ঘড়াই-কে সম্মানিত করা হয়। ছিলেন কথা সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, কবি মৃদুল দাশগুপ্ত-সহ অনেকে। অনুষ্ঠানে ‘সাহিত্য সমাজ’-এর পত্রিকা ‘রামধনু’র ষষ্ঠ বর্ষ শারদ সংকলনের উদ্বোধন করেন অধ্যাক নিমাই বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.