টুকরো খবর
বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে সংশয়
চট্টগ্রামে টিম হোটেলের কাছে বিস্ফোরণের জেরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর বাতিল করে দেওয়ার পর এ বার বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। এ কথা স্বীকার করে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, “বিশ্বকাপের আগে এমন পরিস্থিতি থাকলে কোনও বড় টুর্নামেন্ট আয়োজন করাই কঠিন।” ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল-- এই টুর্নামেন্ট হওয়ার কথা। বাংলাদেশে চলতি রাজনৈতিক হিংসায় এ পর্যন্ত ৭৪ জন নিহত হয়েছেন। নাজমুল হাসান বলেন, “জানুয়ারির মধ্যে পরিস্থিতি শান্ত হওয়া দরকার।” জানুয়ারিতে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর রয়েছে।

ছিটকে গেল ভারত
২ মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে দু’গোল খাওয়াই কাল হল। ৫৬ মিনিট পর্যন্ত ৩-১ এগিয়েও কোরিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত ৩-৩ ড্র। জুনিয়র বিশ্বকাপ হকির কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা ভারতের ওখানেই শেষ। দু’দলই দু’ম্যাচে তিন পয়েন্ট পেলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ভারতকে জিততেই হত। ড্র করলেও শেষ আটে যেত কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গুরজিন্দরের জোড়া গোলে বিরতিতেই ২-১ এগিয়ে যায় ভারত। বিরতির পর ব্যাবধান বাড়ান মনদীপ। কিন্তু এগিয়ে গেলেও ভারতের জয়ের আশায় জল ঢেলে দিল কোরিয়ার সেয়ুনজু ইউ-এর হ্যাটট্রিক।

পুরনো খবর:
দুই প্রধানের হার
জয় দিয়ে শুরু করলেও এএন ঘোষ ট্রফির দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল দুই প্রধান। ইস্টবেঙ্গল হারল ভবানীপুরের কাছে। মোহনবাগান কালীঘাটের কাছে। এ দিন অভলীন ঘোষ ও অভিষেক দাসের ব্যাটের দাপটে মাত্র দুই উইকেট হারিয়ে ইস্টবেঙ্গলের তোলা ৩৬০-এর টার্গেটে পৌঁছে যায় ভবানীপুর। অভলীন ১৮৪ রানে অপরাজিত থাকেন ও অভিষেক করেন ১৪৫। দু’জনে মিলে তিনশোর বেশি রান যোগ করেন দলের স্কোরে। অন্যদিকে আগের দিন কালীঘাটের তোলা ৪৩৯ রান তাড়া করতে গিয়ে ১৯৩ রানেই শেষ মোহনবাগান।

প্রয়াত কেএসসিএ প্রেসিডেন্ট
এক সপ্তাহ আগেই কর্নাটক ক্রিকেট সংস্থার (কেএসসিএ) প্রেসিডেন্টের আসনে ফিরে আসা মহীশূরের প্রাক্তন রাজ পরিবারের সদস্য শ্রীকান্ত দত্ত ওয়াদিয়ার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বয়স হয়েছিল ৬০। ২০১০-এ অনিল কুম্বলের কাছে প্রেসিডেন্টের পদ খোয়ানোর পর এ বার সব ক’টি আসনেই তাঁর প্যানেলের প্রার্থীরা জয়ী হন।

ক্রসকান্ট্রির ক্রীড়াসূচি
জাতীয় ক্রসকান্ট্রি চ্যাম্পিয়ানশিপের ক্রীড়াসূচি ঘোষণা করল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা। ২২ ডিসেম্বর থেকে জাতীয় ক্রীড়া সংস্থা আর জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ৪৮তম জাতীয় ক্রসকান্ট্রি চাম্পিয়নশিপ আসর বসছে জলপাইগুড়িতে। দেশের নানা প্রান্তের ৭০০ জন অংশ নেবে।

বিশ্রামে কেপি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলে নেই কেভিন পিটারসেন। শুধু কেপি নয়, জেমস অ্যান্ডারসন, গ্রেম সোয়ানও এই দলে নেই। পাঁচটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টির দল ঘোষণা হওয়ার পর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বললেন, “আমাদের সব ক্রিকেটার তো বছরের ১২ মাস ধরে খেলতে পারে না, তাই ওদের বিশ্রাম দেওয়া হল।” কুক ওয়ান ডে-র ক্যাপ্টেন ও স্টুয়ার্ট ব্রড টি টোয়েন্টি দলের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.