সুনীল ছেত্রী বনাম টোলগে ওজবের লড়াই আজ বুধবার দেখতে পাবে না যুবভারতী।
আই লিগ তালিকার শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামার আগে চোট সমস্যায় জেরবার আবদুল আজিজের মহমেডান। টোলগেকে নিয়ে অবশ্য এর মধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।
অস্ট্রেলীয় স্ট্রাইকারের চোট ঠিক কোথায়? মহমেডান শিবিরে খোঁজ নিয়ে জানা গেল এক একজন এক এক রকম কথা বলছেন। কবে চোট লেগেছে তা নিয়েও ধোঁয়াশা। কোচ আজিজ যেমন বললেন, “টোলগের হ্যামস্ট্রিংয়ে চোট আছে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ওর খেলার সম্ভাবনা কম।” পরে টোলগে বললেন, “ডান পায়ের কাফ মাসেলে চোট লেগেছে। এই ম্যাচে যদি জোর করে খেলানো হয় তবে চোট আরও বাড়বে।” সাদা-কালো সমর্থকদের এখন একটাই প্রশ্ন। টোলগে আর কবে খেলবেন?
টোলগে ছাড়াও পাইতে, সন্দীপ সাঙ্ঘা, অজয় সিংহ-সহ মোট ছ’জনের কম বেশি চোট আছে। আজ শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে রহিম নবির।
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে নিজের ঢাক নিজেই পেটাতে বসেছেন আজিজ। এই ম্যাচটা না জিতলে তাঁর পদ চলে যেতে পারে। এ রকম কথা শোনা যাচ্ছে সাদা-কালোর অন্দরে। মঙ্গলবার যুবভারতীতে অনুশীলনের পর পেন-জোসিমারদের কোচ বললেন, “মহমেডানে কোচ হিসেবে আমার পারফরম্যান্স বেশ ভাল বলেই মনে করি। আমার কোচিংয়েই তো মহমেডান ৭ গোলের রেকর্ড করেছে। আর্মি ইলেভেন ম্যাচ হারার আগে টানা সাত ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। আর আই লিগে পয়েন্টের বিচারে তো আমরা খুব একটা খারাপ জায়গায় নেই,” বোঝাই যাচ্ছিল বেশ চাপে তিনি।
মহমেডান কর্তারা অবশ্য এ সবে বিন্দুমাত্রও কর্ণপাত করছেন না। বরং ইকবাল আহমেদ বলে দিলেন, “আমরা ভাল টিম করেছি জেতার জন্য। এই টিম নিয়েও ভাল পারফরম্যান্স করতে না পারলে কিছু বলার নেই।” অনুশীলনের পর কর্তারা টিমের সঙ্গে আলাদা করে আলোচনাতেও বসেছিলেন। কোচকেও না কি সতর্ক করা হয়েছে। সুনীলরা ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জোরাল দাবিদার। তবু সতর্ক বেঙ্গালুরু কোচ অ্যাশলে ওয়েস্টউড। বললেন, “মহমেডান ভাল দল। ওদের দলে ভাল মানের বিদেশি রয়েছে। ম্যাচটা সহজ হবে না।” |
ঘরের মাঠে এ বার লাজং এফসি-র কাছেও হারল চার্চিল ব্রাদার্স। ০-১ গোলে। গোটা ম্যাচে সুভাষ ভৌমিকের দলই আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু গোল নষ্টের খেসারত দিতে হল চার্চিলকে। ম্যাচের কুড়ি মিনিট বাকি থাকতে গ্লেন কর্নেলের গোলে এগিয়ে যায় শিলংয়ের দলটি। |