মাপুসার দুলের স্টেডিয়ামে আজ প্রায় শ’দু’য়েক ইস্টবেঙ্গল সমর্থক উপস্থিত থাকবেন! লাল-হলুদ পতাকা নিয়ে! আই লিগ শুরুর পর বহু বার গোয়ায় খেলতে গেছে কলকাতার ক্লাব। কিন্তু এত দর্শক কখনও আসেননি।
অন্য ক্লাবের কোচ হয়ে গোয়ায় আর্মান্দো কোলাসোর অভিষেক ম্যাচ আজ মঙ্গলবার। তা স্মরণীয় করে রাখতে চিডি-মোগাদের হয়ে গলা ফাটাবেন ওঁরা। দু’টো বাস ইতিমধ্যেই ভাড়া করে ফেলেছেন গোয়ার নতুন ইস্টবেঙ্গল সমর্থকরা। এঁদের সবাই আসছেন আর্মান্দোর গ্রাম আগোসাইন থেকে। কেমন লাগছে বাইরের কোনও ক্লাবের জার্সি পরে গোয়ার মাঠে নামতে? ফোনে প্রশ্ন করা হলে পাঁচ বারের আই লিগ জয়ী কোচ নির্লিপ্ত ভাবে বলে দিলেন, “নাথিং। কোনও আলাদা উত্তেজনা নেই। হবে কেন? আমি তো কোচ এবং এখন ইস্টবেঙ্গলের। সেই দলকে জেতাতে চাই। তবে আমার বন্ধুরা কাল মাঠে আসবেন। ওরা দু’টো বাস ভাড়া করে মাঠে যাচ্ছে বলে খবর পেয়েছি।”
আই লিগ টেবিলের এখন যা পরিস্থিতি তাতে ডেরেক পেরিরার সালগাওকর রয়েছে খেতাব জেতার দৌড়ে। সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল। মেহেতাব হোসেন চোটের জন্য এসেও ফিরে গিয়েছেন। স্টপার উগা ওপারার খেলার সম্ভাবনাও ক্ষীণ। চোটের জন্য এ দিনও অনুশীলন করেননি। সুয়েকা অনুশীলন করলেও তাকে নামানো নিয়ে দ্বিধাগ্রস্ত কোচ। সিদ্ধান্ত নেবেন আজ ম্যাচের আগে। টিমের এই অবস্থা সত্ত্বেও আর্মান্দোর কোনও হেলদোল নেই। “আরে আমার ছেলেরা সবাই চাঙ্গা। সবাই জেতার জন্য মুখিয়ে আছে। সালগাওকর ভাল দল। ওদের টিম যথেষ্ট ব্যালান্সড। তা সত্ত্বেও আমরা কিন্তু তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছি না,” বলছিলেন ময়দানের প্রথম গোয়ান কোচ। |
ম্যাচের আগের দিন আর্মান্দো যে টিম খেলিয়েছেন তাতে উগার জায়গায় রাজুর খেলার সম্ভাবনা। সুয়েকা না খেললে তুলুঙ্গা শুরু থেকে মাঝমাঠে নামবেন। সামনে মোগা আর চিডি শুরু করবেন। দেশের হয়ে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন কুয়েতে। বহু দিন পর ক্লাবের জার্সিতে মোগা কেমন খেলেন সেটাই দেখার।
সালগাওকরের ম্যাচ শিলংয়ের মাঠে বসে দেখেছেন আর্মান্দো। ওই ম্যাচে শিলং লাজংয়ের কাছে হেরেছিল ডেরিক পেরিরার ক্লাব। তা সত্ত্বেও চিকা ওয়ালি, ম্যাথু ফসচিনিদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ। “আই লিগে সব দলই ভাল। সালগাওকর প্রথম পাঁচের মধ্যে আছে। তা ছাড়া ওদের টিমে ড্যারেস ডাফির মতো ভাল স্ট্রাইকার আছে।”
আর্মান্দোর মতোই সালগাওকর কোচও চিডি-খাবরাদের হারাতে মরিয়া। বললেন, “চ্যাম্পিয়নশিপের লড়াইতে টিঁকে থাকতে হলে ম্যাচটা আমাদের জিততে হবে। আমার টিমের সবাই সুস্থ। এটাই ভাল দিক।” |
বুধবারে আই লিগ ফুটবল
মোহনবাগান: মুম্বই এফ সি (কল্যাণী ২-০০)
ইস্টবেঙ্গল: সালগাওকর (মাপুসা ৩-৩০)
মহমেডান: বেঙ্গালুরু এফ সি (যুবভারতী ২-০০)
রাঙ্গদাজিদ: পুণে এফ সি (শিলং)। |