|
|
|
|
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গড়বেতায় গুলিবিদ্ধ যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন এক যুবক। সাদ্দাম আলি নামে বছর পঁচিশের ওই যুবককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে গুলি লেগেছে। ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় গড়বেতার ফুলবেড়িয়ায়। সংঘর্ষে জড়িতদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপই করা হবে।
ঘটনাটি ঠিক কী? স্থানীয় সূত্রে খবর, জেলার অনেক অন্য এলাকার মতোই গড়বেতার এই এলাকাতেও তৃণমূলের দু’টি গোষ্ঠী সক্রিয়। পঞ্চায়েত ভোটের পর গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়ে। এলাকার নিয়ন্ত্রণ কার দখলে থাকবে, তা নিয়ে গোলমালের সূত্রপাত। মঙ্গলবার দুপুরে আচমকাই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। স্থানীয় এক তৃণমূল সমর্থকের বাড়িতে চড়াও হয় অন্যপক্ষ। লুঠপাট চলে বলেও অভিযোগ। সংঘর্ষ চলাকালীন গুলি ছোঁড়া হয়। গুলি লাগে সাদ্দাম আলির পায়ে। গুলিবিদ্ধ এই যুবকের বাড়ি ফুলবেড়িয়ার পাশের এলাকা বলরামপুরে। শুরুতে তাঁকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। সংঘর্ষে আরও একজন জখম বলে স্থানীয় সূত্রে খবর। |
আহত সাদ্দাম আলি মেদিনীপুর মেডিক্যালে ভর্তি। ছবি: রামপ্রসাদ সাউ। |
গুলিবিদ্ধ যুবকের অবশ্য দাবি, তিনি সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত নন। এলাকায় কোনও সংঘর্ষের ঘটনা ঘটেছে কি না, তাও তাঁর জানা নেই। মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন সাদ্দামের কথায়, “জমিতে আলু বীজ লাগাচ্ছিলাম। সেই সময় পায়ে গুলি লাগে। আর কিছু জানি না।” ঘটনাটিকে গোষ্ঠী সংঘর্ষ বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্বও। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “গড়বেতার ওই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটা দুস্কৃতীদের কাজ। দু’দল দুস্কৃতীদের মধ্যে গোলমাল হয়ে থাকতে পারে।” খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি গোলমাল হয়েছে। গোলমালে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপই করা হবে। |
|
|
|
|
|