টুকরো খবর |
৩টি স্কুলকে অর্থ সাহায্য
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রাজ্য যুব বিজ্ঞান মেলায় যোগদানকারী জেলার স্কুলগুলিকে উৎসাহ দিতে অর্থ সাহায্য করল যুব কল্যাণ দফতর। প্রতিটি স্কুল পাবে ২৫ হাজার টাকা। জেলা যুব কল্যাণ আধিকারিক সত্যব্রত হালদার বলেন, “স্কুলগুলিকে উৎসাহ দিতেই এই অর্থ সাহায্য।” এ বার জেলায় মাধ্যমিক স্তরের প্রতিযোগিতায় প্রথম হয় কেশিয়াড়ির সাঁতরা লালবাহাদুর শাস্ত্রী হাইস্কুলের সৌরভ গঙ্গোপাধ্যায় ও নিবেদিতা ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম হয় খড়গপুরের সিলভার জুবিলি স্কুলের শান্তনু রাউত ও নীলাঞ্জনা চন্দ্র, দ্বিতীয় মেদিনীপুর মোহনানন্দ বিদ্যাপীঠের সৌমিক সরকার ও অভিজিৎ মণ্ডল। ৯-১১ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই বিজ্ঞান প্রদর্শনী হয়। খড়্গপুরের সিলভার জুবিলি হাইস্কুলের প্রধান শিক্ষক সিতিকন্ঠ দে বলেন, “সোমবার চেক পেয়েছি। এই টাকায় স্কুলেই একটি বিজ্ঞান প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে।”
|
মানবাধিকার দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মানবাধিকার দিবস পালন হল জেলার বিভিন্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে কালেক্টরেট ক্যাম্পাসে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুশান্ত চক্রবর্তী। বিভিন্ন দফতরের আধিকারিক এবং কর্মীরা এতে যোগ দেন। অন্যদিকে, দুপুরে জেলা পরিষদ ক্যাম্পাসে স্বাস্থ্য দফতরের উদ্যোগে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। বিএমওএইচদের পাশাপাশি দফতরের অনান্য আধিকারিক এবং কর্মীতে এতে যোগ দেন। কাজ করার সময় কোনও ভাবে যেন মানবাধিকার লঙ্ঘিত না- হয়, উপস্থিত সকলকে সেই পরামর্শ দেওয়া হয়। জানানো হয়, সাধারণ মানুষ কাজ হাতে নিয়ে দফতরে এলে তাঁদের সঙ্গে ভাল ভাবে কথা বলতে হবে। সঠিক পরামর্শ দিতে হবে। মেদিনীপুরের পাশাপাশি জেলার অনান্য এলাকাতেও দিনটি পালন করা হয়। মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়।
|
পোখরাজ প্রজাতির আলু |
|
ছবি তুলেছেন রামপ্রসাদ সাউ। |
মেদিনীপুর সদর ব্লকের গোপগড়ে মঙ্গলবার মাঠ থেকে তোলা হচ্ছে পোখরাজ প্রজাতির আলু। দুর্গাপুজোর পরই এই আলুর বীজ বপন করা হয়।
তিন মাস পরে অক্টোবরে তোলা হয় আলু। এই আলুর চাষে বিঘাপ্রতি খরচ হয় ১৮ থেক ১৯ হাজার টাকা।
এই আলু চাষ করে লাভ ভালই থাকে বলে জানালেন গোপগড়ের আলুচাষি লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই।
|
|