টুকরো খবর
জরদাকে নিয়ে রিপোর্টে আশঙ্কা, কিছু পরামর্শও
জরদা নদীকে রক্ষার জন্য বালি তোলা বন্ধের পরামর্শ দিলেন গবেষকেরা। নদীখাত আচমকা কয়েক ফুট তলিয়ে জলপ্রপাত সৃষ্টির কারণ অনুসন্ধানের পরে মঙ্গলবার ব্লক প্রশাসনের কাছে পাঠানো ময়নাগুড়ি কলেজের ভূগোল বিভাগের রিপোর্টে এ পরামর্শ দেওয়া হয়েছে। তলিয়ে যাওয়া নদীখাত দ্রুত পাথর ফেলে ভরাট করার কথাও বলা হয়েছে। ভূগোল বিভাগের প্রধান মধুসূদন কর্মকার বলেন, “বসে যাওয়া এলাকা পাথর ফেলে বন্ধ করা না-হলে ভাঙন নিয়ন্ত্রণের বাইরে যাবে।” রিপোর্টে বলা হয়েছে, জলধারাটি এক জায়গায় টিকে থাকবে না। দক্ষিণ থেকে উত্তরে উজানের দিকে পিছিয়ে যাবে। এটা হলে ৩১ নম্বর জাতীয় সড়ক-সহ কিছু সেতুর ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই পাথর ফেলে ভরাট করার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, জর্দা থেকে এমনভাবে বালি তোলা হয়েছে, যে নরম মাটির স্তরটুকু পড়ে আছে। ওই মাটির স্তর জলের চাপ সহ্য করতে পারছে না। ভাঙনের গতি বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বর্ষায় ভাঙন ভয়ঙ্কর আকার নিতে পারে। নষ্ট হতে পারে বসতি, পাকা সড়ক-সহ অনেক কিছু। ময়নাগুড়ির বিডিও সংহিতা তলাপাত্র বলেছেন, “রিপোর্ট দেখেছি। বিষয়টি নিয়ে সেচ দফতরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”

মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন, ক্ষোভ
গবাদি পশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল ব্লক প্রাণিসম্পদ কেন্দ্রের বিরুদ্ধে। মঙ্গলবার ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় দেশপ্রাণ ব্লকের সরদা পঞ্চায়েতে। গ্রামবাসীদের সঙ্গে বিবাদ শুরু হয় প্রাণিসম্পদ কেন্দ্রের কর্মীদের। অভিযোগ, সেই সময় উত্তেজিত জনতার হাতে হেনস্থা হন ওই কর্মীরা। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানার হস্তক্ষেপে বিরোধ মেটে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন বলেন, “ঘটনার তদন্তের দাবি জানিয়ে জেলা প্রাণিসম্পদ দফতরে চিঠি দিয়েছি।” দেশপ্রাণ ব্লকের প্রাণিসম্পদ আধিকারিক সুকান্ত হাজরা ফোন ধরেননি।

জখম হাতির হদিস
বক্সার জঙ্গলে জখম দাঁতালের সন্ধান পেলেন বনকর্মীরা। গত সোমবার দুপুরে নিমাতির জঙ্গল টহলের সময় দেখতে জখম হাতিটি দেখতে পান বন কর্মীরা। পূর্ণবয়স্ক দাঁতালটির সামনের পায়ে চোট রয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন জানান, একটি জখম হাতির সন্ধান মিলেছে। সমস্ত রেঞ্জ অফিসারদের সর্তক করা হয়েছে। নিমাতির ২ নম্বর কর্ম্পাটমেন্টে হাতিটিকে খুড়িয়ে হাটতে দেখেন বনকর্মীরা। এক বছর আগে নিমাতির জঙ্গলে একটি জখম হাতিকে ঘুমপাড়ানি গুলি করে চিকিত্‌সা করে বনদফতর। পরে হাতিটি মারা যায়। মৃত দাঁতালটি শরীর থেকে ছররা গুলিও মেলে।

দাঁতালের হামলা
ডুয়ার্সে দুই জায়গায় হামালা চালিয়ে ঘ দুজনকে জখম করল বুনো দাঁতাল। সোমবার রাতে দক্ষিণ মেন্দাবাড়ি ও রাখালমাঠ এলাকায় দুটি পৃথক ঘটনায় দাঁতালের হানায় জখম হন দুই ব্যক্তি। সোমবার ৭টা নাগাদ বন্যপ্রান তিন বিভাগের চিলাপাতা রেঞ্জে দক্ষিণ মেন্দাবাড়ি এলাকায় ঢুকে পড়া হাতি তাড়াতে গিয়ে হাতির সামনে পড়েন এক যুবক। শুঁড়ে পেচিয়ে বাবলু বর্মন নামে ওই যুবককে আছাড় মারে হাতি। রাত ১২ টা নাগাদ বক্সার পোরোর জঙ্গল থেকে হাতি বেরিয়ে রাখাল মাঠে একটি ঘর ভেঙে দেয়।

সরীসৃপ উদ্ধার

১০ ডিসেম্বর
রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিরল প্রজাতির সরীসৃপ। মণিপুরের এক মহিলা ও তার সঙ্গী ডিমাপুর থেকে একটি বাক্সে সরীসৃপটিকে গুয়াহাটি নিয়ে এসেছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.