সার্কাসের তাঁবু ছেড়ে হাতিরা নেমে এসেছে জলাশয়ে।
মঙ্গলবার পুরুলিয়া শহরের ভাটবাঁধে তোলা নিজস্ব চিত্র। |
বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিটের কয়েক হেক্টর জমির আকাশমণি গাছ গত দু’দিনে লুঠ হয়ে গিয়েছে
বলে অভিযোগ
তুলেছেন বাসিন্দারা। বছর পাঁচেক আগে গাছগুলি রোপন করা হয়েছিল। চৌকান বন সুরক্ষা
কমিটির সম্পাদক
দুর্গা লোহার বলেন, “আর তিন বছর পরেই ওই গাছ বিক্রি করে প্রচুর লাভ করার
আশা ছিল।” বাসিন্দাদের অভিযোগ, বন দফতরকে খবর দিলেও
তারা কান দেননি। সেই সুযোগেই
গাছ লুঠ হল।
তবে বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার
প্রকাশ ওঝা বলেন, “ছোট গাছগুলি মনে হয়
জ্বালানির
জন্য মহিলারা কেটেছেন। নজরদারি বাড়ানো হচ্ছে।” ছবি: শুভ্র মিত্র। |
দিন কয়েক আগে হুগলির জাঙ্গিপাড়ার রাধানগর থেকে কচ্ছপটিকে উদ্ধার
করেন
একটি
স্বেচ্ছাসেবী
সংস্থার সদস্যরা। মঙ্গলবার সেটিকে চণ্ডীতলার
আঁকুনিতে বড় জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। ছবি: প্রকাশ পাল। |
পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া পঞ্চায়েতের শঙ্করপুর
ক্যান্টিন রোডের কাছে জমে আর্বজনা।—নিজস্ব চিত্র। |
শিলিগুড়িতে সার্কাস। মঙ্গলবার শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
সাঁতরাগাছিতে পরিযায়ী পাখির দল। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |