|
|
|
|
পর্যাপ্ত জায়গার অভাবেই গণনায় বিলম্ব মিজোরামে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
১০ ডিসেম্বর |
স্থান অকুলানের অভাবেই বিলম্বিত হল মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়া। পরিস্থিতি এমন দাঁড়াল, চূড়ান্ত ফল মিলতে গড়াল প্রায় মধ্যরাত। এর মধ্যেই ইভিএম গোলযোগের জেরে লাওংৎলাই পূর্ব কেন্দ্রের একটি বুথে আগামী কাল ফের ভোট গ্রহণ হবে।
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো বড় রাজ্যেও যেখানে বেলা ১টার মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণা হয়েছে, সেখানে মাত্র ৪০টি আসনের মিজোরামে কেন এমন বিলম্ব? নির্বাচনের সময় থেকেই যান্ত্রিক ত্রুটি মিজোরামে নির্বাচন কমিশনকে ভোগাচ্ছিল। এ বারই প্রথম বিধানসভা নির্বাচনে ‘ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল’ যন্ত্র ব্যবহার হল। আইজলের ১০টি কেন্দ্রে ব্যবহার হয় ভিভিপিএটি। তার মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যন্ত্র বসাবার সময়ই ১১টি যন্ত্রে ত্রুটি ধরা পড়ে। ‘মক পোল’ বা ভোটের রিহার্সল চালাবার সময় আরও ৫টি যন্ত্র খারাপ হয়। ভোটের আগে-পরে মিলিয়ে মোট ২১টি ভিভিপিএটি যন্ত্র বিকল হওয়ার ঘটনা ঘটে। কিন্তু গণনার সময় প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় স্থান অকুলান। অশ্বিনী কুমার জানান, একে তো রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে গণনার ফল জানতে প্রযুক্তিগত সমস্যা ছিলই। তার সঙ্গে যোগ হয় ভোট গণনার জন্য পর্যাপ্ত স্থানের অভাব। ফলে গণনা পিছোতে থাকে। তিনি বলেন, “আইজলের তিনটি হলে ১৪টি কেন্দ্রের গণনা হয়। অন্যান্য রাজ্যে যেখানে সমান্তরাল গণনার সুবিধা মিলেছে, সেখানে আইজলে প্রতি হলে প্রায় ৫টি কেন্দ্রের গণনা একের পর এক চালানো হয়েছে। মামিত জেলায়, রিয়াং শরণার্থী শিবির থেকে আসা সহস্রাধিক পোস্টাল ব্যালট গণনায়ও বিলম্ব হয়।” |
|
|
|
|
|