এলাকার ১৩টি গ্রামের জন্য একটিমাত্র ব্যাঙ্ক। সেই যথার্থ পরিষেবা মিলছে না। এই অভিযোগে মঙ্গলবার ব্যাঙ্কের মূল প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিলেন এলাকার তৃণমূল কর্মীরা। ফলে প্রায় তিন ঘণ্টা পরিষেবা বন্ধ হয়ে যায়। ঘটনাটি ময়ূরেশ্বর থানার বীরচন্দ্রপুর গ্রামের। |
তখনও খোলেনি তালা। —নিজস্ব চিত্র। |
বিক্ষোভকারীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ওই শাখা থেকে একশো দিন কাজের প্রকল্পে মজুরির টাকা সময় মতো পাওয়া যাচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন খাতের টাকাও ঠিক মতো ব্যাঙ্কে জমা পড়ে না। শুধু তাই নয়, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে তার ফর্ম বাইরে থেকে কিনতে হয়। এ সবই হচ্ছে কর্তৃপক্ষের গাফিলতিতে। বাইরে ফর্ম কিনতে হয়, সে কথা স্বীকার করে নিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজার আব্দুল আলিম। এ ব্যাপারে অবশ্য সদুত্তর মেলেনি। এ দিনের বিক্ষোভ সামাল দিতে ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের ধীরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-সহ ওই ব্লকের দুই কর্মী, ময়ূরেশ্বর থানার পুলিশ এবং ব্যাঙ্কের রিজিওনাল অফিসের আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হয়। তাঁদের উপস্থিতিতে তালা খোলা হয়। পরে তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আশ্বাস মেলার পরে বিক্ষোভ উঠে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না হয়, সে ব্যাপারে ওই ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার উত্পলকুমার ভট্টাচার্য ম্যানেজার আব্দুল আলিমকে সতর্ক করে দিয়েছেন। |