নবান্ন উত্সবের জন্য মিষ্টি আনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়ার চিরুলিয়া গ্রামের কাছে, আমোদপুর-আদিরাপাড়া রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হৃদয় দাস বৈরাগ্য (৩৮)। স্থানীয় দেওয়াস চাঁদপুর গ্রামে তাঁর বাড়ি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাড়িতেই নবান্নের অনুষ্ঠান ছিল। সে জন্য হৃদয়বাবু মোটরবাইকে করে আমোদপুর বাজারে মিষ্টি আনতে যাচ্ছিলেন। চিরুলিয়া গ্রামের কাছে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ওই গাড়ির চাকার তলায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক।
|
বাড়ির কুয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে দুবরাজপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থকে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম আচ্ছালাল গুপ্ত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কুয়োর পাড়ে বসে মুড়ি খাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় কাছাকাছি পরিবারের কেউ ছিলেন না। কিছুক্ষণ পরে তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা। হঠাত্ কুয়োর জলে মুড়ি ভাসতে দেখে অনুমান হয়, আচ্ছালালবাবু কুয়োয় পড়ে গিয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রথামিক তদন্তে পুলিশের অনুমান, অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে গিয়েছে।
|
নির্মল গ্রাম গঠনের লক্ষ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল ষাটপলশার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতি ওই সংস্থাকে সহযোগিতা করেছে। মঙ্গলবার তারা বাউল গানের মাধ্যমে ঢেকা, ষাটপলশা এবং উলকুণ্ডা পঞ্চায়েত এলাকায় শৌচাগার নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রচার করে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অয়ন ঘোষ জানান, এখনও গ্রামাঞ্চলে বহু পরিবারে শৌচাগার নেই। ওই সব বাসিন্দাদের শৌচাগারের ব্যবহারে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ।
|
তদন্তে পুলিশ।—নিজস্ব চিত্র। |
সোমবার রাতে সিউড়ি ২ ব্লকের কেউবোনা গ্রামের রাধাকান্ত মন্দিরে চুরি হয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। কৃষ্ণ ও রাধার অষ্টধাতুর মূর্তি, গয়না চুরি গিয়েছে। ওই দু’টি মূর্তির উচ্চতা দেড় ফুট।
|
বোলপুর ইয়ং টাউন ক্লাব ও টাউন ক্লাবের ফাইনাল ম্যাচের ছবিটি তুলেছেন বিশ্বজিত্ রায়চৌধুরী। |
বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৩-১৪ মহকুমা ফুটবল ম্যাচ হয়েছে বোলপুর স্টেডিয়ামে। সুপার ডিভিশনের ফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বী ইয়ং টাউন ক্লাব ও টাউন ক্লাব উঠে আসে। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস কুমার দে জানান, টাইব্রেকারে ৫-৪ গোলে টাউন ক্লাব জয়ী হয়েছে।
|
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে ১৫ ডিসেম্বর। স্থানীয় স্কুল মাঠে ওই খেলায় মুখোমুখি হচ্ছে বাবুইডাঙা মা মনসা ক্লাব এবং পারুলিয়া তরুণ সঙ্ঘ। আয়োজক ক্লাবের ক্রীড়া সম্পাদক কেশব ভাণ্ডারী জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ১০ হাজার এবং ৭ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
|