ইউআইটি-তে পরীক্ষায় ছাড়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অবশেষে পরীক্ষাকে কর্মবিরতির আওতা থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইউআইটি-র আন্দোলনকারী শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকেরা। আন্দোলনকারীদের পক্ষে পার্থপ্রতিম সরকার ও কাজী মহম্মদ আলফ্রেড জানান, সোমবার তাঁরা অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অভিভাবকেরা তাঁদের আন্দোলন সমর্থন করার কথা জানালেও কলেজের বন্ধ হয়ে যাওয়া পরীক্ষাগুলি নেওয়ার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়েই আন্দোলনকারীরা জানান, ২, ৩, ৫ ও ৭এই চারটি সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। সোমবার থেকে পরীক্ষার প্রস্তুতি হিসেবে ফর্ম ফিল-আপও শুরু হয়েছে। ইউআইটি-র অধ্যক্ষ বিভাসকুমার প্রামাণিক বলেন, “অভিভাবকদের মতো আমিও শিক্ষকদের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। সেই ডাকে সাড়া দিয়েই তাঁরা ফর্ম ফিল-আপের কাজ শুরু করেছেন।” পদোন্নতি-সহ নানা দাবিতে ইউআইটি-র ওই শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকেরা বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ে তাঁদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ নিজের দফতরে আটকে থাকতে হয় উপাচার্যকে। আন্দোলনকারীদের সঙ্গে উপাচার্য কথা না বললেও ঘেরাওমুক্ত হওয়ার পরে তিনি জানিয়েছিলেন, যে সব দাবি জানানো হচ্ছে তা সরকারি নিয়ম অনুযায়ী মানা সম্ভব নয়। ইউআইটি-র আন্দোলনরত এই কর্মী ও শিক্ষকেরা জানান, উপাচার্য তাঁদের সঙ্গে দেখা করেননি। তাই তাঁরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনও স্মারকলিপি দেবেন না। তাঁদের দাবি, রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এর পরে সেখানে গিয়েই তাঁদের দাবি জানাবেন।
|
কালনায় মাছ চাষের শিবির
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মৎস্যচাষ সংক্রান্ত প্রশিক্ষণ শিবির শুরু হল কালনা ১ পঞ্চায়েত সমিতির ভবনে। সোমবার থেকে শুরু হওয়া এই শিবির চলবে পাঁচ দিন। উদ্যোক্তা জেলা মৎস্য দফতর। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, শিবিরে শেখানো হবে কী ভাবে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাভজনক ভাবে মাছের চাষ করা যায়। শিবিরে যোগ দিয়েছেন ২০ জন যুবক। প্রশিক্ষণ শেষে যারা ভাল প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের পুরস্কৃত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কালনা ১ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক চমক মজুমদার, কালনা ১ ব্লকের বিডিও সব্যসাচী রায়চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল।
|
পুড়ল পালুই
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল খড়ের দশটি পালুই। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের ভাগরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের উপপ্রধান জাফরুল আলম শাহার খামারে খড়ের পালুই দিয়েছিলেন সাত জন ভাগচাষি। আগুন বেরোতে দেখে এলাকাবাসী তা নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান মন্তেশ্বরের বিডিও শাশ্বত দাঁ ও তৃণমূলের মন্তেশ্বর ব্লক সভাপতি সজল পাঁজা। সজলবাবুর অভিযোগ, ভস্মীভূত পালুইগুলি তাঁদের সমর্থকদের। পরিকল্পনা করেই সিপিএম তাতে আগুন লাগিয়েছে। সিপিএম যদিও তা অস্বীকার করেছে।
|