মাদক বিরোধী কর্মসূচি পালন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার আসানসোলের একটি বিশেষ কর্মসূচি পালন করল একটি মানবাধিকার সংগঠন। এ দিন সকালে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন সংস্থার সদস্য ও কর্মীরা। পরে আসানসোলের শরৎ মঞ্চ প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভা হয়। বিষয় ছিল ‘মাদকের ব্যবহার ও তার প্রতিরোধ।’ উদ্বোধন করেন সংগঠনের সভানেত্রী কাকলি মুখোপাধ্যায়। প্রধান অতিথির ভাষণে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী সুখানন্দ মন্তব্য করেন, মাদক বিরোধী আচরণ পরিবার থেকেই শুরু হওয়া উচিত। প্রত্যেক বাবা-মাকে তাঁদের সন্তানদের বোঝাতে হবে, কোনটা ভালো, কোনটা মন্দ। আলোচনা সভায় উপস্থিত অন্যান্য অতিথিরা মন্তব্য করেন, মাদক বিরোধী কর্মসূচিতে পুলিশের সক্রিয় ভূমিকা থাকা উচিত। পাড়ায় পাড়ায় মাদক বিরোধী শিবির করতে হবে।
|
রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
৬ কিলোমিটার বাইপাস রাস্তা সংস্কারের দাবিতে ঘণ্টাখানেক ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের নিমচার কাছে। পরে অবশ্য ইসিএল-এর কুনস্তরিয়া এরিয়ার জিএমএ-র হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে রানিগঞ্জ বার্নস মোড় থেকে রানিসায়ের মোড় পর্যন্ত ৬ কিলোমিটারের ওই রাস্তা নির্মাণ করে এডিডিএ। তবে কিছু দিনের মধ্যেই তা ভেঙে যায়। জিএম অখিলেশ পাণ্ডে জানান, তাঁরা এডিডিএকে রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ করেছেন। খুব শীঘ্র কাজ শুরু হবে।
|
বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একশো দিনের কাজের বকেয়া পাওনার দাবিতে রানিগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। পঞ্চায়েত প্রধান করুণাময় বন্দ্যোপাধ্যায় জানান, হিসেব করে অতি দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
|
আটক কয়লা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একটি পরিত্যক্ত খনি কর্মী আবাসনে হানা দিয়ে ৫ টন কয়লা এবং ২ টন বিদ্যুতের তার আটক করল জামুড়িয়া পুলিশ। সোমবার রাতে জামুড়িয়ার নর্থ সিহারশোলের ওই আবাসন থেকে উদ্ধার হয় ৭টি সাইকেলও। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা অবৈধভাবে মজুত করা ওই সব সামগ্রী আটক করেছে। তবে দুষ্কৃতীরা পালিয়েছে।
|
বেতন বৃদ্ধির দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ইসিএলের আর্থিক অনুদানে চলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মঙ্গলবার সাঁকতোড়িয়ার ইসিএলের সদর কার্যালয়ে বিক্ষোভ দেখালেন। বেতন বৃদ্ধি ও চিকিৎসার সুবিধা দাবি করা-সহ ১৪ দফা দাবিতে তাঁরা একটি স্মারকলিপি তুলে দেন কর্তৃপক্ষের হাতে। কর্তৃপক্ষ দাবিগুলি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। |