জিতল রামেশ্বরপুর
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা মহকুমা ফুটবল লিগের একটি মুর্হূত। —নিজস্ব চিত্র। |
কালনা মহকুমা ফুটবলে সুপার লিগের খেলায় জিতল রামেশ্বরপুর যুবশক্তি ক্লাব। মঙ্গলবার তারা ৪-০ গোলে হারাল শ্যামগঞ্জ স্পোর্টিংকে। শুরু থেকেই নিজেদের অনুকূলে বলের দখল বেশি রাখে রামেশ্বরপুর। প্রথমার্ধে হাটকালনা পঞ্চায়েতের এই দলটি ২-০ গোলে এগিয়ে যায়।
|
মহিলা ফুটবল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জের জে কে নগর মাঠে মহিলা ফুটবলের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র। |
পহাল আয়োজিত মহিলা প্রর্দশনী ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয় হাওড়া একাদশ। তারা কলকাতা একাদশকে ৩-০ গোলে হারায়। মঙ্গলবার খেলাটি হয় রানিগঞ্জের জে কে নগর মাঠে। জয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন আসানসোলের মেয়র তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন তেওয়ারি। আয়োজক সংস্থার পক্ষে অভয় উপাধ্যায় জানান, এলাকার মেয়েদের উৎসাহিত করতেই এই খেলার আয়োজন।
|
|
স্পন্দন মাঠে বর্ধমান সদর জোনের স্কুল ফুটবলের একটি মুর্হূত। —নিজস্ব চিত্র। |
|
হারল দোমহানি
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হয় জেটিএস সালানপুর। তারা দোমহানি একাদশকে ৪ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দোমহানি ৫৫ রানে শেষ হয়ে যায়। জবাবে জেটিএস ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
জয়ী বিবি গাঁওতা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আদিবাসী বিবিগাঁওতা। তারা মঙ্গলবার কালাঝরিয়া উদয়ন সঙ্ঘ মাঠে আদিবাসী সিধো-কানহু বীরগাঁওতাকে উত্তেজনাপূর্ণ খেলায় তারা ২-০ গোলে হারায়। খেলা পরিচালনা করেন কৃষ্ণ মারান্ডি, শিবু বাউরি ও মিঠুন মণ্ডল।
|
|
অন্ডালের ময়রা কোলিয়ারি স্টেডিয়ামে মঙ্গলবার হল ইসিএলের
বাঁকোলা এরিয়ার জোনাল ক্রীড়া প্রতিযোগিতা। |
|