কাছাকাছির মধ্যে অ্যাম্বুল্যান্স রয়েছে ৫ কিলোমিটার দূরে ময়ূরেশ্বরের ষাটপলশা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাই দিন-রাতের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়েন স্থানীয় ঢেকা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কারণ, অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে দূরের কোনও হাসপাতালে চলে গেলে, ঢেকা এলাকার বাসিন্দাদের বেশি টাকা খরচ করে অন্য গাড়ি ভাড়া করতে হয়। তাই বাসিন্দারা বার বার এলাকার বিধায়কের কাছে তাঁর কোটার টাকায় একটি অ্যাম্বুল্যান্স দেওয়ার দাবি জানিয়েছেন। লোকপাড়া প্রতিবাদ ক্লাবের সম্পাদক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিধায়ককে লিখিত ভাবে আমাদের তত্ত্বাবধানে একটি অ্যাম্বুল্যান্স দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু তিনি মৌখিক প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি।” সিপিএম বিধায়ক অশোক রায় বলেন, “ওই দাবির বিষয়ে খোঁজ নিয়ে কী করা যায় দেখছি।”
|
খুবই বিরল। চিকিৎসকদের মতে প্রতি ১০ কোটিতে মাত্র এক জনের ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়। গত ২২ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় ২৯ বছরের এক মহিলা একই সঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতেই গর্ভধারণ করেছিলেন ওই মহিলা। তবে সব থেকে আশ্চর্যের ঘটনা, এই তিন জনই আইডেন্টিকাল। অর্থাৎ একটি ভ্রূণ থেকেই জন্ম নেয় এই তিন শিশু। চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও তিন সন্তান সবাই সুস্থ রয়েছেন। |