সদাইপুরে বিকল্প চাষ
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাধার লাগোয়া জমিতে মেসতা চাষ।—নিজস্ব চিত্র। |
পাটের মতো তন্তু জাতীয় ফসল মেসতা বা কুদরুম। তেমন কোনও পরিচর্যা ছাড়াই বেশ ভাল ফলন হয়। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, পাটের বিকল্প চাষ হলেও বীরভূমে এই চাষ খুব একটা প্রচলিত চাষ নয়। লম্বা সরু কাণ্ডের গায়ে সবুজ-মেরুন ছোট ছোট পাতার সঙ্গে বেঁটে আকারের প্রচুর ঢ্যাঁড়শের মতো লাল রঙের ফলগুলি যখন ধরে থাকে, তখন জমি লাল হয়ে যায়। কাণ্ড থেকে তন্তু বের করে দড়ি তৈরি করা হয়। এ ছাড়াও এর বীজ থেকে তেল তৈরি হয় এবং লাল ফলের চাটনিও খুব উপাদেয়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জলাধার লাগোয়া জমিতে সামান্য কিছুটা এই চাষ করেছেন স্থানীয় মাঝিপাড়া গ্রামের চাষি বিজয় সরেন। বললেন, “এই গাছের সবটাই কাজে লাগে। বেশ কয়েক বছর ধরে এই চাষ করছি।” ভাদ্র মাসে বীজ ছড়িয়ে ফসল লাগালে অগ্রহায়ণের শেষে তা পরিণত হয়ে যায় বলে কৃষি দফতর জানিয়েছে।
|
মোটরবাইক উদ্ধার, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বোলপুর এলাকা থেকে চুরি যাওয়া সাতটি মোটরবাইক-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল বোলপুরের শহরের পাপ্পু সাহানি, রাহুল শেখ ও বর্ধমানের মঙ্গলকোট থানার চাকদার বাসিন্দা বুলন শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ছয় মাস ধরে বোলপুর শহরের ব্যস্ততম এলাকা, বাড়ির সামনে থেকে ব্যাপক হারে বাইক চুরির অভিযোগ জমা পড়ছিল সংশ্লিষ্ট থানায়। ওই সব বাইক চুরির সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বোলপুরের হাটতলা এলাকার বাসিন্দা অভিষেক ভৌমিককে গ্রেফতার করে পুলিশ। বোলপুর থানার আইসি দেবকুমার রায় জানান, শুক্রবার অভিষেককে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তিন দিন পুলিশি হেফাজত হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রবিবার বাকি তিন জনকে ধরা হয়। বুলন শেখের বাড়ি থেকে চুরি যাওয়া সাতটি বাইক উদ্ধার হয়েছে। আজ, সোমবার ধৃত চার জনকে আদালতে হাজির করানো হবে। পুলিশ জানায়, বাইক চুরি চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।
|
দুর্গা মন্দিরে চুরি বোলপুরে
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
শহরের রেল ময়দানের একটি দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বোলপুরের ওই মন্দিরের পুরোহিত উত্তম রায় চট্টোপাধ্যায় বলেন, “অন্য দিনের মতো শনিবার সকালেও পুজো করতে যাই। দেখি, মন্দিরের গ্রিলে তালা দেওয়া থাকলেও ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। থালা, বাসন, প্রণামী বাক্স, ঘণ্টা ও দেবীর টিকলি নেই। ঘটনার কথা স্থানীয় বাসিন্দা ও মন্দিরের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বোলপুর ব্যাবসায়ী সমিতিতে জানিয়েছি।” বোলপুর ব্যাবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহ জানান, চোরেরা গ্রিল বাঁকিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছিল। বিষয়টি বোলপুর লিখিত ভাবে জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
গাড়ির সামনে বোমা, রক্ষা মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের গাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস অবশ্য তা অস্বীকার করেছে। বীরভূমের এসপি বলেন, “মন্ত্রী লিখিত ভাবে অভিযোগ করলে তদন্ত করব।” তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, “চন্দ্রনাথবাবু অল্পের জন্য বেঁচে গিয়েছেন।” যদিও কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “এমন ঘটনার কথা জানি না।”
|
লোক আদালত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রবিবার বোলপুরে হয়ে গেল লোক আদালত। বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসুর তত্ত্বাবধানে এ দিন ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মোট ৯৬টি মামলার নিষ্পত্তি হয়। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “জজ মানস বসুর তত্ত্বাবধানে চারটি বেঞ্চের বিচারক এই মামলাগুলির নিষ্পত্তি করেছেন। লোক আদালতের মাধ্যমে হওয়া মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হওয়ায় দূরদূরান্ত থেকে আশা বিচারপ্রার্থীরা সুফল পাচ্ছেন।”
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রবিবার হয়ে গেল আইএনটিটিইসি’র জেলা সম্মেলন। এতে যোগ দিতে বোলপুরে আসেন সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন। তিনি শ্রমদিবস নষ্ট না করার পরামর্শ দেন। |