তিন মাসের মধ্যে কালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের বন্দেবাজ মৌজার শিল্পতালুকের জট মেটানোর আশ্বাস দিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট উদ্যোগ ও বস্ত্র বিভাগের প্রধান সচিব রাজীব সিনহা। শনিবার কালনা শহরের পুরশ্রী মঞ্চের অ্যানেক্স হলে কালনা বণিক সভার ডাকা এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় দশক আগে বন্দেবাজ এলাকায় শিল্পতালুক গড়ার জন্য জেলা পরিষদ প্রায় কুড়ি বিঘা জমি কিনেছিল। কিন্তু সেই জমিতে এখনও কোনও শিল্প হয়নি। এ দিনের বৈঠকে বণিক সভার প্রাক্তন সম্পাদক সুবোধ নস্কর জানান, দীর্ঘদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকার কারণে ওই এলাকা থেকে মাটি চুরি হচ্ছে। সমস্যা শোনার পর বৈঠক থেকেই রাজীববাবু ফোনে রাজ্যের কয়েকজন আধিকারিক ও বর্ধমানের জেলাশাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এরপর তিনি ওই জমিতে কারা কী ধরণের শিল্প করতে ইচ্ছুক তার তালিকা চেয়ে বলেন তিন মাসের মধ্যে প্রস্তাবিত ওই শিল্পতালুক এলাকায় বিদ্যুৎ-সহ যাবতীয় সমস্যার সমাধান করা হবে।
শিল্পতালুকের সমস্যা ছাড়াও এ দিনের সভায় এলাকার আরও কিছু সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত শিল্পপতি সুশীল মিশ্র অভিযোগ করেন, “এলাকার বেশি কিছু জমির চরিত্র পরিবর্তন হওয়া সত্ত্বেও ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেকর্ডে সেগুলি নথিভুক্ত করা হচ্ছে না।” সুশীলবাবু আরও জানান, ২০০০ সালের পর থেকে তৈরি হওয়া ইটভাটাগুলিকে সরকার অবৈধ বলে ঘোষণা করেছে। কিন্তু এই ইটভাটাগুলি থেকে রয়্যালটি নেওয়া হয়েছে। বিষয়টি শুনে রাজীববাবু বলেন, “অবৈধ কোনও বিষয়ে সরকার উৎসাহ দিতে পারে না। তবু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।”
এ দিনের সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ ব্লকের বেশ কিছু চিঁড়ে কলের মালিক। তাঁরা জানান, সম্প্রতি ওড়িশা থেকে উন্নত মানের চিঁড়ে রাজ্য ঢোকায় রাজ্যের চিঁড়েকলগুলি ধুঁকছে। এ বিষয়ে রাজ্যের ক্ষুদ্র শিল্পের সচিব চিঁড়েকল মালিকদের নতুন জায়গা খুঁজতে বলেন। সরকারি সাহায্যের আশ্বাসও দেন তিনি। স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মৌসুমী পাল অভিযোগ করেন যে তাঁরা প্রয়োজনীয় ব্যাঙ্ক ঋণ পাচ্ছেন না। আলোচনায় উপস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক স্বয়ম্ভর গোষ্ঠীকে ব্যাঙ্ক ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি থাকার বিষয়টি তুলে ধরেন।
বিধায়ক ও কালনা পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “কালনায় কৃষিভিত্তিক শিল্প তৈরির ক্ষেত্রে উদ্যোগ করতে হবে।” মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “সরকারি উদ্যোগে তাঁত শিল্পের মত ক্ষুদ্র শিল্পকে বাঁচানোর উদ্যোগ করা শুরু হয়েছে।” সভার মাঝে ব্যবসা বর্হিভূত বিষয়ে আলোচনা শুরু হলে বিরক্তি প্রকাশ করেন রাজীব সিনহা। তিনি জানান, শিল্প করতে গেলে উন্নত মানের ধারণা তৈরির প্রয়োজন। সংশিষ্ট উদ্যোগীকেই নিতে হবে সার্বিক ভাবে বাজারের দায়িত্ব। কালনায় চালের তুষ থেকে তেল তৈরি-সহ বেশ কিছু শিল্প সম্ভবনার কথাও বলেন তিনি। |