|
|
|
|
ডেবরায় সংঘর্ষ, ধৃত সিপিএমের ১৫
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূল-সিপিএম সংঘর্ষের ঘটনায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিএমের জোনাল সম্পাদক-সহ ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে এঁদের ধরা হয়। শনিবার ধৃতদের মেদিনীপুর জেলা আদালতে হাজির করানো হলে ডেবরার জোনাল সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল-সহ ৫ জনকে চার দিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। তবে নতুন করে আর সংঘর্ষ বাধেনি।
গত বৃহস্পতিবার রাতে ডেবরার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের চকবাজিত গ্রামে তৃণমূলের বুথ কমিটির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার দুপুরে মিছিল করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিলেও হামলা চালায় সিপিএম কর্মী-সমর্থকরা। জখম হন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বিবেক মুখোপাধ্যায়, ব্লক সভাপতি রতন দে, জেলা সাধারণ সম্পাদক অলোক আচার্য-সহ প্রায় ২০ জন। সিপিএম পাল্টা দাবি করে তৃণমূলের আক্রমণে তাদের ৫ জন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের দু’টি গাড়িও। |
মেদিনীপুর শহরে তৃণমূলের ধিক্কার মিছিল। —নিজস্ব চিত্র। |
ঘটনার পর থেকে শনিবার দুপুর পর্যন্ত এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ওই ঘটনার পুলিশ সুয়ো-মটো মামলায় ১৫ জন সিপিএম নেতা-কর্মীকে গ্রেফতার করে। তৃণমূলের পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কোনও অভিযোগ দায়ের করেনি সিপিএম। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর বলেন, “ডেবরার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, দাঙ্গা-সহ নানা অভিযোগ রয়েছে।” গোটা ঘটনায় সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের প্রতিক্রিয়া, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। পুলিশও শাসক দলের হয়ে কাজ করছে। প্রাণকৃষ্ণ মণ্ডল ওই ঘটনার সময় বালিচকে ছিলেন।” সিপিএমের দাবি মানতে নারাজ তৃণমূল। এ দিন জেলার প্রতিটি ব্লকে ধিক্কার মিছিল করে তারা।
তৃণমূল জেলা সভাপতি দীনেন রায় বলেন, “সিপিএম সন্ত্রাস সৃষ্টিকারী দলে পরিণত হয়েছে। ডেবরার ঘটনা তারই প্রমাণ। সিপিএমের সাংগঠনিক আধিকার কেড়ে নেওয়া উচিত।” গোটা পরিস্থিতির পর্যালোচনা করতে আজ রবিবার, মেদিনীপুর বিদ্যাসাগর হলে বর্ধিত কমিটির সভা ডেকেছে জেলা তৃণমূল। |
পুরনো খবর: সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ডেবরায় আহত দু’পক্ষের ২৫, আক্রান্ত পুলিশও |
|
|
|
|
|