|
|
|
|
টুকরো খবর |
মুক্তির পদযাত্রায় এসে রাজ্যকে বিঁধলেন অধীর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় খাদ্য সুরক্ষা বিল রূপায়ণে উদ্যোগী নয় রাজ্য। ‘হিম্মত’ থাকলে সারদা কাণ্ডে সিবিআই তদন্ত করাক রাজ্য সরকার। শনিবার পূর্ব মেদিনীপুরে কংগ্রেসের ‘মুক্তির পদযাত্রা’ কর্মসূচিতে এসে এমনই নানা প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এ দিন মহিষাদলের শহিদ বেদির পাদদেশে আয়োজিত সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “গরিব মানুষকে খাদ্যের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা বিল পাশ করেছে। ইতিমধ্যে তা কার্যকরী হয়েছে দিল্লি, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে। অথচ তা এখনও চালু হয়নি আমাদের রাজ্যে।” খাদ্য সুরক্ষা বিল চালু, শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে ‘মুক্তির পদযাত্রা’ শুরু করেছে কংগ্রেস। এ দিন সকালে পদযাত্রা নন্দকুমার ব্লকের নামালক্ষ্যা বাজার থেকে মহিষাদল শহর হয়ে গেঁওখালি যায়। এ দিন নামালক্ষ্যা বাজার থেকে অধীর চৌধুরী পদযাত্রায় যোগ দিয়ে মহিষাদলের কুম্ভচক পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পদ যাত্রা করেন। সারদা-কাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দি নিতে আগ্রহ না দেখানোয় রাজ্য সরকারের সমালোচনা করেন অধীরবাবু। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “রাজ্য সরকারের যদি হিম্মত থাকে, তবে সিবিআই তদন্ত করাক।”
|
প্রহৃত বিদ্যুৎ কর্তা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে আক্রান্ত হলেন বিদ্যুৎ বণ্টন দফতরের আধিকারিক। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের নন্দকিশোরপুর গ্রামের ঘটনা। অভিযোগ, শুক্রবার বিদ্যুৎ দফতরের সাব-স্টেশন ম্যানেজার সঞ্জীবকুমার রাউত-সহ সাত কর্মী ওই এলাকা পরিদর্শনে যান। তাঁরা দেখেন স্থানীয় উত্তম বেরার বাড়িতে ‘হুকিং’ করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। সঞ্জীববাবু ওই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযোগ, এরপরই উত্তেজিত জনতার একাংশ বিদ্যুৎ দফতরের গাড়ি ভাঙচুর করে ও তাঁদের মারধর করে। সঞ্জীববাবু বলেন, “বিষয়টি নারায়ণগড় থানায় জানিয়েছি।” পুলিশের দাবি, অভিযুক্ত উত্তম বেরা পলাতক। |
|
|
|
|
|