কলার তোলা ফর্মের দাপট আর মেন্টর ডেনিস লিলির মতো ‘পয়া গোঁফ’-এর জোরে রবিবার ইংল্যান্ডকে আরও যন্ত্রণা দেওয়ার ঘোষণা আগাম সেরে রেখেছেন অজি পেসার, “আমরা ফের ওদের ব্যাট করতে নামিয়ে আরও ‘কুক’ করতে চাই। রান নিয়ে ভাবছি না। আশা করছি ডেভিড ওয়ার্নার সেঞ্চুরিটা পাবে। তার পর ফের সুযোগ আসবে। আজ দুই স্পিনার পিচ থেকে সাহায্য পেয়েছে। বাউন্সে বৈচিত্র থাকছে। রিভার্স সুইংও তাড়াতাড়ি হচ্ছে। এটা আমাদের জন্য খুব ভাল লক্ষণ।”
সিরিজে এখনও পর্যন্ত ১৬ উইকেট তুলে নেওয়া পেসার আরও বলেন, “যে ভাবে চাই ঠিক সে রকম বলটা ছাড়তে পারছি। ব্রিসবেনে অনেকে বলেছিলেন আমি স্টাম্পে হিট করতে পারছি না। কিন্তু এই পিচে বাউন্স আর রিভার্স সুইং দেখে খুব খুশি। এ ভাবেই বল করে যেতে চাই। এই মুহূর্তগুলো সব সময় আসে না। এখন শুধু উপভোগ করতে চাই।”
ইংল্যান্ড মিডিয়া কুকবাহিনীর এ ভাবে ভেঙে পড়ার কড়া সমালোচনা করেছে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন নিজের কলামে লিখেছেন, “মানসিক শক্তি আর জেতার খিদে না থাকলে এই অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিরুদ্ধে স্কিল দেখানো সম্ভব নয়।” পিটারসেন আর জো রুটকে তো ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে দেন আর এক প্রাক্তন ইংল্যান্ড ওপেনার বয়কট। তাঁর মতে টি-টোয়েন্টি আর ওয়ান ডে খেলার অভ্যোসই কাল হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের। তাই টেস্ট ম্যাচের পরিবেশের সঙ্গে মানাতে পারছেন না কুকরা। |