স্কুলের ঘরে আগুন লেগে পুড়ে গিয়েছে বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার। শুক্রবার রাতে কেতুগ্রামের স্যার আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশনের ঘটনা। আগুন ছড়িয়ে পড়ে প্রধান শিক্ষকের ঘর ও লাগোয়া অফিসে। স্থানীয় সূত্রে খবর, স্কুলের নৈশ প্রহরীই প্রথম দেখেন মিটার বক্স থেকে আগুন ছিটকোচ্ছে। আশপাশের বাসিন্দাদের খবর দেন তিনি। তাঁরা কেতুগ্রাম থানা ও কাটোয়া দমকলে খবর দেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা। পরে আরও দু’টি ইঞ্জিন এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। স্কুলের বেশ কিছু জরুরি নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।
|
খাদ্য দফতরের বিশেষ সচিব গোপীনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল শনিবার বর্ধমানের হাঁটুদেওয়ানে একটি চালকলে তদন্তে আসে। শুক্রবার ওই চালকলে হানা দিয়ে প্রচুর চাল, গম ও কেরোসিন উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু জাল সরকারি স্ট্যাম্পও। গতকাল যা আটক করা হয়েছিল, এ দিন প্রতিনিধি দলটি সেগুলি খতিয়ে দেখে। গোপীনাথবাবু বলেন, “আমরা তদন্ত করছি।” এ দিন খণ্ডঘোষের একটি গুদামেও খাদ্য দফতর ও পুলিশের একটি দল তল্লাশি চালায়। ওই গুদাম থেকে কিছু উদ্ধার হয়েছে কি না, রাত পর্যন্ত জানা যায়নি। পুলিশ জানায়, তদন্ত চলছে।
|